বাংলাহান্ট ডেস্ক: পুরনো সিরিয়াল (Serial) শেষ হয় আবার শুরু হয় নতুন সিরিয়াল। সব চ্যানেলেই চলে এই অলিখিত নিয়ম। কিছু কিছু সিরিয়াল নিয়ে বিশেষ অপেক্ষা থাকে দর্শকদের। যেমন অভিনেতা সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) আসন্ন সিরিয়াল ‘রামপ্রসাদ’ (Ramprasad)। স্টার জলসায় শুরু হতে চলা সিরিয়ালগুলির মধ্যে সবথেকে প্রতীক্ষিত এই মেগা। কিন্তু অনেক দিন কেটে গেলেও রামপ্রসাদ সংক্রান্ত কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না।
চলতি বছরের জানুয়ারি মাসে প্রকাশ্যে এসেছিল রামপ্রসাদ এর প্রোমো। তারপর থেকে আর কোনো প্রোমোর দেখাও পাওয়া যায়নি আর সিরিয়াল শুরু হওয়া নিয়েও কোনো খবরাখবরও পাওয়া যায়নি। আদৌ কি কোনোদিন শুরু হবে সিরিয়ালটি? অবশেষে এল নতুন আপডেট। রামপ্রসাদ নিয়ে বড় খবর জানালেন অভিনেতা সায়ক চক্রবর্তী।

হ্যাঁ, তিনিও থাকছেন রামপ্রসাদ সিরিয়ালে। সংবাদ মাধ্যমের কাছে সায়ক জানান, সিরিয়ালে তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এমন একটি প্রোজেক্টের অংশ হতে পেরে তিনি গর্বিত। সেই সঙ্গে সায়ক আরো জানান, সেটে সবাই খুব ইতিবাচক মনোভাব নিয়ে, যত্ন দিয়ে কাজ করছে।
কিন্তু সিরিয়াল শুরু হতে এত সময় লাগছে কেন? সায়ক জানান, মাঝে বেশ কিছুদিন বন্ধ ছিল শুটিং। তাই এত দেরি হচ্ছে। নয়তো আরো আগে শুরু হয়ে যেত সিরিয়াল। তবে সায়ক জানিয়েছেন, এখন আবার কাজ শুরু হয়ে গিয়েছে। শুধু ইনডোর না, আউটডোর শুটিংও চলছে।
এর আগে সব্যসাচী জানিয়েছিলেন, কেবল অপারেটরদের সঙ্গে চ্যানেলের বিবাদ চলছে। ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী কয়েকটি চ্যানেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই সম্প্রতি বেশ কিছুদিন কিছু জায়গায় কয়েকটি সিরিয়ালের সম্প্রচার বন্ধ রাখা হয়েছিল। এইসব ঝামেলার কারণে সম্প্রচারের সময় এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে দর্শকরা দাবি করছেন, এত দীর্ঘ অপেক্ষার পর যখন সিরিয়াল শুরু হবে তখন যেন প্রাইম স্লটেই দেওয়া হয় রামপ্রসাদকে।





Made in India