বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ প্রকাশ্যে আসে। সাম্প্রতিক অতীতে বিভিন্ন জায়গায় গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মীর বিরুদ্ধে। গত বছরই কলকাতা পুরসভা এলাকায় তৃণমূলের এক যুবনেতাকে চড় মারতে দেখা গিয়েছিল দলেরই কাউন্সিলরকে। আবার বালুরঘাটে এক মহিলা বিজেপি কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছিল মহিলা তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এবার পানিহাটিতেও ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি। এক স্কুটার চালক তরুণীকে চড় কষাতে দেখা গেল তৃণমূল কাউন্সিলরকে। ঘটনার ভিডিও শেয়ার করে তীব্র কটাক্ষ শানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)।
তৃণমূল কাউন্সিলরের চড় মারার ভিডিওতে কটাক্ষ সজল ঘোষের (Sajal Ghosh)
ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার পানিহাটির মহোৎসবতলা ঘাট এলাকার। রাস্তার মধ্যেই এক স্কুটার চালক তরুণীর সঙ্গে বচসা বাঁধে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। হঠাৎ করেই মারমুখী হয়ে উঠতে দেখা যায় তাঁকে। দেখতে দেখতে রাস্তার মাঝেই তরুণীকে সপাটে চড় মেরে বসেন তৃণমূল কাউন্সিলর। যদিও ঘটনার আকস্মিকতা কাটিয়ে পালটা মার দেন তরুণীও।

পুলিশ এসে থামায় সংঘর্ষ: তারপরেই মাটিতে ফেলে চুলের মুঠি ধরে মারপিট চলতে থাকে দুজনের মধ্যে। সেখানে কাছেই কয়েকজন পুলিশকে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। যদিও তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ। তাঁরাই এসে গণ্ডগোল থামান। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সজল ঘোষ (Sajal Ghosh)। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায় ঘটনার বিবরণ দেন।
দেখুন ভিডিও: https://www.facebook.com/share/v/1BdGnJDv2T/
আরও পড়ুন : সফট পর্ন চক্রে ধৃত শ্বেতার সঙ্গে অরূপ-রাজীবের ছবি! ডোমজুড় কাণ্ডে নয়া মোড়
কী জানান কাউন্সিলর: তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেন, ওই তরুণী গাড়ি চালাতে চালাতে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন। চাবি নিতে আসতে তিনি তাঁর ধাক্কা মারেন। তাতেই পায়ে লাগায় তরুণী তাঁকে মারতে আসেন। তাঁকে চুলের মুঠি ধরে মারতে দেখা গিয়েছে ওই তরুণীকে। থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর? উত্তরে তিনি জানান, খড়দা থানা ওখানে উপস্থিত ছিল। আলাদা করে অভিযোগ জানাতে হয়নি তাঁকে।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। কটাক্ষ শানিয়ে তিনি বলেন, ‘কেমন জনপ্রতিনিধি নির্বাচন করেছি আমরা। মানুষ যে রুখে দাঁড়াচ্ছে এটাই তার প্রমাণ। আপনি কাউন্সিলর বলে চোখ রাঙাবেন আর মানুষ আপনাকে ছেড়ে দেবে, সেই দিন আর নেই’। সকলকে এভাবেই রুখে দাঁড়ানোর কথা বলেছেন বিজেপি নেতা।





Made in India