বাংলাহান্ট ডেস্ক: নয়া প্রজন্মের অন্যতম জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী সাক্ষী মালিক (sakshi malik)। মডেল হিসাবে বলিউডে কেরিয়ার শুরু করলেও ‘বম ডিগি’ গানে তাঁর লাস্য জনপ্রিয়তার শিখরে তোলে তাঁকে। চরম ‘সেক্সি’ ফিগারে স্বল্প পোশাকে উষ্ণতা বাড়াতে তাঁর জুড়ি মেলা ভার।
কার্তিক আরিয়ান অভিনীত ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির গান ‘বম ডিগি ডিগি’ তে প্রথম বার দেখা গিয়েছিল সাক্ষীকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন সাক্ষী। ইনস্টাগ্রামে তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো।

ইনস্টাগ্রামে প্রায়ই নিত্যনতুন ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন অভিনেত্রী। আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেই সব ছবি। তবে দেশি পোশাকের থেকে মর্ডান পোশাকেই বেশি ফটোশুট করতে দেখা যায় তাঁকে।
https://www.instagram.com/p/CF6s0m0ndpp/?igshid=1cm3a86dqaxau
সম্প্রতি আরও একটি নতুন ছবি শেয়ার করেছেন সাক্ষী। নীল বিকিনিতে সুইমিং পুলের জলে গা ভাসিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন বয়ফ্রেন্ড সন্তুল কাঠারা। দুবাইয়ের হোটেলের সুইমিং পুলে নিভৃতে বেশ সময় কাটাচ্ছেন দুজন। মাঝে মধ্যেই অবশ্য বিকিনি অবতারে ধরা দিতে দেখা যায় সুন্দরী সাক্ষীকে।
https://www.instagram.com/p/CF1vt-1H9zt/?igshid=583duf2556x1
দুবাই ভ্রমণের বেশ কিছু ছবি, ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন সাক্ষী। লাল গোলাপি পোশাকে ক্রুজ বিহার করতেও দেখা গিয়েছে মডেলকে। প্রতিটি ছবিই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/CF4bNRdnGnQ/?igshid=193ywj98hjdiq
শরীরচর্চা করতে করতে সেক্সি জিম পোশাকে বা নেহাতই ক্যাজুয়াল ভঙ্গিতে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাক্ষী। আর শেয়ার করতে না করতেই ভাইরাল হয়ে যায় সেই সব ছবি। ফলোয়ার সংখ্যা দিন দিন বাড়ছে সাক্ষীর।
মডেলিংয়ের দুনিয়াতে বেশ পরিচিত মুখ সাক্ষী। বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া নাচও পছন্দ করেন তিনি।





Made in India