বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) বিলাসিতা বজায় রাখা সহজ নয়। তারকারা যতই ধনী হন না কেন, শুধুমাত্র সিনেমা বা বিজ্ঞাপনে মুখ দেখিয়ে দিন চলে না তাদের। কথাতেই আছে, যার যত আছে সে ততই চায়। এমনকি টাকার জন্য মানসম্মান বিকিয়ে দিতেও দুবার ভাবেন না বলিউড তারকারা। অনেকে বিয়েবাড়িতে গিয়েও নেচে আসেন। তাদের মধ্যে রয়েছেন সলমন খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), শাহরুখ খান, আমির খানের মতো প্রথম সারির তারকারাও।
সম্প্রতি সলমন এবং অক্ষয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক বিয়েবাড়িতে নাচতে দেখা গিয়েছে দুজনকে। একটি ঝলমলে কুর্তা পরেছেন খিলাড়ি কুমার, অন্যদিকে সলমনকে দেখা গেল ক্যাজুয়াল কালো শার্ট এবং প্যান্টে। ভাইরাল ভিডিও থেকেই জানা গিয়েছে, দিল্লিতে একটি হেভিওয়েট বিয়েতে পারফর্ম করতে গিয়েছিলেন তাঁরা। ‘মুন্না বদনাম হুয়া’র তালে নাচতে দেখা যায় ভাইজানকে। আর অক্ষয় মঞ্চ মাতান ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’র তালে।

ভিডিও ভাইরাল হতেই ট্রোল শুরু করে দিয়েছেন নেটিজেনরা। টাকার জন্য কত কিছুই না করতে হয়। আবার কেউ লিখেছেন, কয়েকটা পয়সার জন্য এভাবে বিয়েবাড়িতে গিয়ে নাচছেন, এরাই কিনা বলিউডের প্রথম সারির সেলিব্রিটি! সুযোগ পেয়ে খোঁচা মারতে ছাড়েননি নেটনাগরিকরা।
এটা অবশ্য প্রথম নয়। এর আগেও বিয়েবাড়িতে গিয়ে নেচে এসেছেন অভিনেতা অভিনেত্রীরা। কিছুদিন আগেও আমিরের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানকে। ট্রোল তখনো কম হয়নি। এমনকি অনেকে কার্তিককে কটাক্ষ করেছিলেন এই বলে যে ইন্ডাস্ট্রির খানদের থেকে শিক্ষা না নিতে।
প্রসঙ্গত, এই মুহূর্তে আসন্ন ‘সেলফি’ ছবির প্রচারে ব্যস্ত অক্ষয়। ম্যায় খিলাড়ি তু আনাড়ি গানটিও নতুন করে তৈরি হয়েছে এই ছবিটির জন্য। অন্যদিকে সলমনের হাতেও পরপর বেশ কয়েকটি ছবি রয়েছে। কিসিকা ভাই কিসিকি জান এরপর টাইগার ৩ ছবিতেও দেখা যাবে তাঁকে।





Made in India