বাংলাহান্ট ডেস্ক: নিজের হাতে খাবারের বস্তা বইছেন সলমন খান (salman khan)। হাত বদল হতে হতে সেই সব বস্তা উঠছে ট্রাকে, গাড়িতে। আর সেই ট্রাক ভর্তি করে খাবার পৌঁছে যাচ্ছে দুঃস্থ মানুষের কাছে। লকডাউনে এভাবেই ফের একবার অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন ভাইজান।

এই মুহূর্তে মুম্বইয়ের পানভেলের বাগান বাড়িতে রয়েছেন সলমন। সেখানেই কাটাচ্ছেন লকডাউনের সময়টা। তবে তার জন্য সমাজসেবায় কোনও বাধা পড়েনি অভিনেতার। লকডাউন ঘোষনা করার প্রথম থেকেই একের পর এক মানবিক উদ্যোগ নিয়েছেন তিনি।
ফের একবার পানভেলের দুঃস্থ মানুষদের জন্য রেশন পাঠালেন সলমন। সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে বাগান বাড়ির গুদাম থেকে নিজে খাবারের বস্তা টেনে বার করছেন তিনি। আর সেই সব বস্তা হাত বদল হয়ে উঠে যাচ্ছে ট্রাক, গাড়িতে।
এই কাজে তাঁকে সাহায্য করতে দেখা গিয়েছে ইউলিয়া, জ্যাকলিন সহ আরও অনেককে। বেশ কয়েকটি ট্রাক ভর্তি করে রেশন পাঠান সলমন। বলা বাহুল্য শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। অনুরাগীরা ধন্য ধন্য করছেন ভাইজানকে।
https://www.instagram.com/tv/B_uyQapFeCQ/?igshid=16ehfju0ulqtr
প্রসঙ্গত, এর আগেও সলমন নিজে ২৩ হাজার দৈনিক মজুরির শ্রমিক পরিবারের জন্য রেশন পাঠানোর বন্দোবস্ত করেছিলেন। শুধু তাই নয়, পানভেলে নিজের বাগান বাড়ির আশেপাশের মানুষদের ও সেখানকার স্থানীয় বাসিন্দাদের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
https://www.instagram.com/p/B_MOSBeleHd/?igshid=1liavivnjg6ee
এর আগেই জানা গিয়েছিল ২৩ হাজার দৈনিক মজুরির শ্রমিকদের পারিশ্রমিকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সলমন। তারপর ওই শ্রমিকদের জন্য ট্রাক ভর্তি করে রেশনও পাঠান সলমন খান।
https://www.instagram.com/p/B_cYtBgFSV_/?igshid=1vffhg8jjaq6
মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৩ হাজার দৈনিক মজুরির শ্রমিকের পারিশ্রমিকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। শ্রমিকদের মাসিক ৩ হাজার টাকা পারিশ্রমিকের বন্দোবস্ত করেছেন সলমন।





Made in India