বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানে গান করার জন্য ব্যান হলেন জনপ্রিয় গায়ক মিকা সিং। তার সঙ্গে এখন কোনো ভারতীয় শিল্পী, নায়ক, নায়িকা কাজ করতে পারবেন না বলে জানাল ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (FWICE)। এমনকি রেয়াত করা হবে না সলমান খানের মতো বড় তারকাকেও।
সম্প্রতি করাচির একটি বিয়ের অনুষ্ঠানে গান করেছিলেন মিকা সিং। কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার জের ধরে ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানে গান গাওয়ায় ব্য়ান্ড করা হয় মিকা সিংকে। এদিকে কিছুদিন পরেই আমেরিকার ছয়টি শহরে একই স্টেজে সালমান খান ও মিকা সিংয়ের পারফর্ম করার কথা। সালমান যেনো মিকার সঙ্গে পারফর্ম না করেন এ ব্যাপারে আগেই তাকে সাবধান করে দিলো ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
FWICE এর সাধারণ সম্পাদক অশোক দুবে বলেছেন, ‘আমরা কাউকে ব্যান করেছি মানে অভিনেতা, পরিচালক এমন স্পট বয় কোনও টেকনিশিয়ান সেই শিল্পীর সঙ্গে কাজ করতে পারবেন না। মিকার সঙ্গে কাজ করলে সেই শিল্পীকেও ব্যান করা হবে। এমন কী মিকার সঙ্গে কাজ করলে সলমানকেও ব্যান করা হবে।’





Made in India