বাংলাহান্ট ডেস্ক: বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তিনি ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হলেও বহু তারকার প্রেমের ফাঁদে জড়িয়েছেন সলমন খান (Salman khan)। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। বয়স পঞ্চাশের কোঠা ছাড়িলেও এখনো বহু অভিনেত্রীই সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য ব্যাকুল হয়ে থাকেন।
সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সক্রিয় না থাকলেও যখনি কোনো নতুন ছবি পোস্ট করেন সলমন মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি ফের শার্টলেস অবতারে ধরা দিয়েছেন অভিনেতা। এই বয়সেও ফিটনেসের দিক দিয়ে বলিউডের তাবড় তরুণ অভিনেতাদের বলে বলে গোল দিতে পারেন তিনি।

সিক্স প্যাক অ্যাবস দেখিয়ে কার্যত এক ঘামঝরানো ছবি শেয়ার করেছেন সলমন। ইতিমধ্যেই ছবিতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লক্ষ। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভাইজানকে। এই বয়সে এমন বডি কিভাবে বানালেন সলমন? এমনটাই প্রশ্ন তাঁদের।
https://www.instagram.com/p/CIkcSUllu9F/?igshid=i9ezac89wpa7
প্রসঙ্গত, এই মুহূর্তে সলমন অনুরাগীদের অপেক্ষা তাঁর আগামী ছবি ‘রাধে’র। ২০২১ এর ইদে মুক্তি পেতে চলেছে সলমনের বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। কিছু দিন ধরে শোনা যাচ্ছিল সিনেমা হলে নয়, বরং এখনকার অন্যান্য বেশ কয়েকটি ছবির মতো OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে সলমনের রাধে। কিন্তু সমস্ত গুঞ্জন আলোচনাকে উড়িয়ে দেন ফিল্ম সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি সাফ জানিয়ে দেন সিনেমা হলেই মুক্তি পাবে রাধে।
নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইটে তিনি লেখেন, ‘রাধে OTT তে মুক্তি পাওয়ার খবর ভিত্তিহীন। গুজব শোনা গিয়েছিল সলমন খান অভিনীত রাধে সিনেমা হলে মুক্তি পাবে না। সরাসরি OTT তে সম্প্রচার হবে। এটা মিথ্যে। প্রযোজকরা পরিস্কার জানিয়ে দিয়েছে। সিনেমা হলে মুক্তি পাবে রাধে। ২০২১ এর ইদে মুক্তির পরিকল্পনা রয়েছে।’
https://www.instagram.com/p/CIahka5lQK5/?igshid=1vacvt8096kdl
ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন দিশা পাটানি। ছবির শুটিং অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। চলতি বছর ইদেই মুক্তি পাওয়ার কথা ছিল সলমনের রাধের। কিন্তু লকডাউনের কারনে তা সম্ভব হয়নি। এছাড়াও ‘কিক ২’ ও ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিতে অভিনয় করবেন সলমন।





Made in India