বাংলাহান্ট ডেস্ক : আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সর্বত্র। বৃহস্পতিবারের দুর্ঘটনায় আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েছেন দেশের মানুষ। এদিন আহমেদাবাদ বিমানবন্দরএ টেকঅফের পরেই ভেঙে পড়ে একটি বিমান। বিমানবন্দরের কাছেই একটি হোস্টেল বিল্ডিংয়ে ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনায় এখনো পর্যন্ত মৃতের ছুঁতে পারে ২৫০। বলিউড তারকারা গভীর শোক জ্ঞাপন করেছেন এই ঘটনায়। তবে এই ঘটনায় বড় সিদ্ধান্ত নিয়েছেন সলমন খান (Salman Khan)।
বিমান দুর্ঘটনার জেরে বড় পদক্ষেপ সলমনের (Salman Khan)
বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়ায় বড় সিদ্ধান্ত নিয়েছেন সলমন (Salman Khan)। এদিন সন্ধ্যায় এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। একটি নামী ব্র্যান্ড সংক্রান্ত অনুষ্ঠান সেটি ছিল বলে জানা যাচ্ছে। বর্তমান পরিস্থিতির জেরে ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান। এদিকে তাঁর সিদ্ধান্তের দরুণ আয়োজকেরাও অনুষ্ঠান বাতিল করছেন বলে খবর।
কী সিদ্ধান্ত নেন ভাইজান: এই ঘটনায় শোক প্রকাশ করে একটি বিবৃতি দেওয়া হয়েছে শোয়ের আয়োজকদের তরফে। সেখানে লেখা হয়েছে, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুজন। আমরা এই মুহূর্তে দেশের সঙ্গে রয়েছি’। সলমন (Salman Khan) কোনো মন্তব্য না করলেও এর আগেও কোনো জরুরি পরিস্থিতিতে এই ধরণের পদক্ষেপ নিতে দেখা গিয়েছে তাঁকে।
আরো পড়ুন : হাসিনার মন্তব্যে বাংলাদেশে ক্ষোভ, মোদীর কাছে নালিশ ইউনূসের, পালটা সপাট জবাব নমোর
দুপুরে ঘটে যায় দুর্ঘটনা: প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১ টা ৩৯ মিনিট নাগাদ আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। রিপোর্ট বলছে, টেকঅফ করার পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। তারপরেই বিরাট বিষ্ফোরণ ঘটে আগুন ধরে যায় বিমানে।
আরো পড়ুন : বিমানে থাকা ২৪২ জনেরই মৃত্যুর আশঙ্কা! বিষ্ফোরক তথ্য প্রকাশ আহমেদাবাদ পুলিশ কমিশনারের
সংবাদ সংস্থা AFP কে আহমেদাবাদ পুলিশ কমিশনার জানান, বিমান দুর্ঘটনার (Plane Crash) পর হয়তো আর কারোর জীবিত থাকার সম্ভাবনা নেই। তিনি আরো বলেন, বিমানটি এমন জায়গায় ভেঙে পড়েছে যা একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং কয়েকটি অফিসও রয়েছে সেখানে। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।