সালমান খানের বিয়ে নিয়ে বলিউডের জল্পনার শেষ নেই। ভাইজান এর বয়স পঁয়ত্রিশ পেরিয়ে গেল। কিন্তু তিনি বিয়ে কেন করছেন না বা কবে বিয়ে করবে তা নিয়ে মানুষের খুব কৌতুহল। কিন্তু এবারে একটি ইংরেজী সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভান্তুরের সঙ্গে নাকি তার বাগদান হয়ে গেছে।
এই সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে জন্মদিন ছিল ইউলিয়ার। মায়ের নির্দেশে সেদিন তার আঙ্গুলে কোটি টাকার হীরের আংটি পরিয়ে দেন সালমান।
ক্যাটরিনা, ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম করার পর তাকে প্রীতি জিন্টার পার্টিতে ইউলিয়াম এবং সালমানকে একসঙ্গে দেখা যায়। তাছাড়া তিনি সালমানের পরামর্শ নেন ভারতে প্রথম প্রথম গান গাওয়ার জন্য। তারপর থেকে গুঞ্জন ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সালমান তখন বলেন,”বিয়ে করলে অবশ্যই সেটি প্রথমে জানার অধিকার রাখেন আমার ভক্তরা। তেমন কিছু হলে আমি নিজেই সবাইকে জানাব।” তাছাড়া ভাইজানের পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে ইউরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে তা সোশ্যাল মিডিয়ায় প্রমান পাওয়া যায় মাঝেসাজে।
 
			 





 Made in India
 Made in India