বাংলাহান্ট ডেস্ক: অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে কে শ্রেষ্ঠ, তা নিয়ে একটা তর্ক লেগেই থাকে। কিছু মানুষের মতে আইফোনের থেকে ভাল ফোনই হয় না। আবার অন্য পক্ষের মানুষ মনে করেন, অ্যান্ড্রয়েড অনেক ভাল। এ বার স্যামসাং এমন একটি মোবাইল আনছে যা আইফোনকে অনায়াসে টেক্কা দিতে পারে। জেনে নিন কী সেই ফোন।
মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের এস ২৩ আল্ট্রা (Samsung Galaxy S23 Ultra) মডেল আনছে। এই ফোনের ক্যামেরা এবং বিশেষত্বের দ্বারা অ্যাপলকে টেক্কা দিতে চায় স্যামসাং। এই ফোনে রয়েছে একটি ৬.৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এটি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর ফলে গ্যালাক্সি এস ২৩ আল্ট্রায় আপনি সবচেয়ে পরিষ্কার ছবি দেখতে পাবেন।

একইসঙ্গে এই স্মার্টফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২, অক্টাকোর ৩.২ গিগাহার্টজের প্রসেসর। এছাড়াও এতে আইফোন ১৪-র মতো স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি রয়েছে। ফলে এই ফোনটি একটি স্যাটেলাইটের সঙ্গে লিঙ্ক করে চালানো যাবে। বলা যেতে পারে এটি একটি ছোটখাটো স্যাটেলাইট ফোন।
এ বার আসা যাক এর ক্যামেরার কথায়। স্যামসাং বরাবরই তাদের ক্যামেরার জন্য বিখ্যাত। এই ফোনে ৪টি ক্যামেরা দেখা যায়। এর প্রাইমারি ক্যামেরাটি ২০০ মেগাপিক্সেলের। এটি দিয়ে আপনি অনায়াসেই ৪কে আল্ট্রা হাই ডেফিনিশন ভিডিও তুলতে পারবেন। এছাড়াও বাকি ক্যামেরাগুলির মধ্যে একটি ১২ মেগাপিক্সেল ও বাকি দু’টি ১০ মেগাপিক্সেলের।

পাশাপাশি এতে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরাও রয়েছে। এই মোবাইলে একটি জোড়ালো ব্যাটারি দেওয়া রয়েছে। গ্যালাক্সি এস ২৩ আল্ট্রায় রয়েছে একটি ৫০০০ মিলিঅ্যাম্পেয়ার ব্যাটারি। এতে ইউএসবি সি টাইপ চার্জিং রয়েছে। এছাড়াও আপনি এই মোবাইলটি একটি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন।
স্যামসাং-এর এই স্মার্টফোনটিতে ৫জি পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও এতে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। একজন স্মার্টফোনের ক্রেতার কাছে দাম খুবই গুরুত্বপূর্ণ। এই মোবাইলটির আনুমানিক দাম ৬৯ হাজার ৩৯০ টাকা। কিন্তু এটি বাজারে আসার পর বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে আরও কমেই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।





Made in India