বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি যেসব তারকা সন্তানরা বলিউডে অভিষেক করেছেন তাঁদের মধ্যে অন্যতম হল সইফ আলি খান কন্যা সারা আলি খান। অভিনয়ে পা রাখার আগে তেমন জনপ্রিয় না হলেও বলিউডে এসেই তাঁর জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করে। ইতিমধ্যেই রণবীর সিং, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ানের মতো জনপ্রিয় ও সফল অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন সারা। তাঁর প্রতিটা ছবিই বক্সঅফিসে বেশ সাফল্যও পেয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের নম্র আচরণ দিয়েও নেটিজেনদের মন জয় করে নিয়েছেন সইফ কন্যা। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যান ফলোয়িং দেখবার মতো।

মাঝে মাঝেই নিজের ছবি ও ভিডিও দিয়ে অনুরাগীদের মাতিয়ে রাখেন সারা। কিছুদিন আগেই গোলাপী বিকিনি পরিহিত অবস্থায় ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন তিনি। বলা বাহুল্য ভাইরাল হয় সেইসব ছবি। সেই রেশ কাটতে না কাটতেই ফের ধামাকা। এবারে পরনে হলুদ ও নীল বিকিনি। জলে ভাসমান অবস্থায় ছবি শেয়ার করলেন সারা।
https://www.instagram.com/p/B6297JvJZ4P/?utm_source=ig_web_copy_link
মলদ্বীপে ভাই ইব্রাহিমের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সারা। সেখানকারই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। এর আগেও ইব্রাহিমের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছিলেন অভিনেত্রী। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সারার নতুন ছবি।
https://www.instagram.com/p/B6x-cLOJu1S/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B62H86RpzO8/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B65Dff0JCVq/?utm_source=ig_web_copy_link
প্রসঙ্গত, এই মুহূর্তে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নাম্বার ওয়ান’এর রিমেক ছবিতে কাজ করছেন সারা আলি খান। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ডেভিড ধাওয়ান। এছাড়াও পরিচালক ইমতিয়াজ আলির ‘লভ আজ কাল টু’ ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। চলতি বছরে ভ্যালেন্টাইনস ডেতে মুক্তি পাবে এই ছবি।





Made in India