বাংলাহান্ট ডেস্ক: শুরুর সপ্তাহ থেকেই কেরামতি দেখাচ্ছে ‘সর্বজয়া’ (sarbajaya)। দীর্ঘদিন পর মাঠে খেলতে নেমেছেন দেবশ্রী রায় (debasree roy)। আর প্রথম বলেই ছক্কা! জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী প্রমাণ করে দিয়েছেন মাঠ থেকে দূরে থাকলেও খেলা তিনি ভোলেননি। সিরিয়াল শুরুর আগেই দাবি করেছিলেন, তিনি আসরে নামলে অন্যদের চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। কার্যক্ষেত্রেও দেখা গিয়েছে তাই।
প্রথম কয়েক সপ্তাহ টিআরপি তালিকার তৃতীয় স্থানে থাকার পর এবার একধাপ উঠে দ্বিতীয় সর্বজয়া। পরিস্থিতি এখন এমন, যে কোনোদিন মিঠাইয়ের সেরার খেতাবও ছিনিয়ে নিতে পারেন তিনি। দর্শকরা যে দেবশ্রীকে খুবই পছন্দ করছেন তা টিআরপি তালিকাই প্রমাণ করে দিচ্ছে।

কিন্তু এত ভালবাসা পেয়েও ট্রোলের হাত থেকে বাঁচতে পারেনি সিরিয়াল। তালের বড়া বানানো নিয়ে এবার সমালোচনার মুখে পড়তে হয়েছে সর্বজয়াকে। সম্প্রতি সিরিয়ালে দেখানো হয়েছে পরিবারের সকলের জন্য নিজে হাতে তালের বড়া বানিয়েছে সর্বজয়া। তাল ছাড়ানো, নারকেল কুড়িয়ে মেখে বড়া বানানো সমস্তটাই একা হাতে করেছে সে।
খেয়ে সকলে প্রশংসাও করেছে। কিন্তু এই তালের বড়া নিয়েই এবার ট্রোলের মুখে পড়েছে সর্বজয়া। আসলে ‘কাকিন্স’কে একা হাতে এত আয়োজন করতে দেখে অবাক দর্শনা বলে, এতকিছু একা বানানোর অনেক হ্যাপা। উত্তরে সর্বজয়ার বক্তব্য, আগেকার দিনে মা ঠাকুমারা নিজেরাই এসব তালের বড়া, তাল ক্ষীর বানাতেন। তখনকার দিতে তো এত সুযোগ সুবিধা ছিল না। কিন্তু পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্যই তাঁরা কষ্ট সয়ে নিতেন।

সর্বজয়ার এ কথা মানতে পারেনি নেটিজেনদের একাংশ। তাদের বক্তব্য, তালের বড়া বানানো নিয়ে একটু বেশিই আদিখ্যেতা করছে সে। এখনো অনেক বাড়িতেই জন্মাষ্টমীতে তালের বড়া, তালের ক্ষীর বানানো হয়। বাড়ির মেয়ে বৌরা নিজে হাতেই সেসব বানান। ট্রোল অবশ্য সকলে করেনি। অনেকেই সর্বজয়ার এমন শিকড়ের প্রতি টানের প্রশংসা করেছে। এত বড়লোক বাড়ির বৌ হয়েও সর্বজয়া যে মাটির কাছাকাছি নিজেকে রাখতে পেরেছে সেটাই কদর করার যোগ্য।
সিরিয়ালের সম্প্রচার শুরুর আগেও অবশ্য ট্রোলের মুখে পড়তে হয়েছিল সর্বজয়াকে। প্রোমো দেখে অনেকেই দাবি করেছিলেন, শ্রীময়ী সিরিয়ালের মতোই হতে চলেছে সর্বজয়া। এখন অবশ্য দুটি সিরিয়ালের পাথর্ক্য চোখে পড়েছে সকলেরই। ট্রোলের পরিবর্তে বাহবা পাচ্ছেন এখন দেবশ্রী।





Made in India