বাংলাহান্ট ডেস্ক: ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’ এর জনপ্রিয় গান ‘টুম্পা’র (tumpa) তালে নেচে উঠেছে এখন সবাই। সকলের মুখে মুখে ঘুরছে এখন এই গান। বন্ধু বান্ধবদের আড্ডা থেকে বিয়ের বাসর রাতের আড্ডা সবেতেই সুপারহিট টুম্পা। এমনকি তারকাদেরও নাচতে দেখা গিয়েছে এই গানের সঙ্গে।
এবার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্য (sarmistha acharjee) নেচে উঠলেন ‘টুম্পা’ গানের সঙ্গে। লাল ফুল স্লিভ সোয়েটার, নীল ডেনিম ও খোলা চুলে একেবারে সিম্পল লুকেই নেচে নেটদুনিয়া মাত করলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করতেই ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে।

শর্মিষ্ঠা প্রায়ই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাচের ভিডিও শেয়ার করতে থাকেন। বাংলা বা হিন্দি কিংবা ইংরেজি সব গানেই চুটিয়ে নাচতে দেখা যায় তাঁকে। সেই সব ভিডিওই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন শর্মিষ্ঠা।
https://www.instagram.com/p/CI95BO4nVBc/?igshid=1gu1zlnnk1ox5
ছোটপর্দায় বেশ পরিচিত মুখ শর্মিষ্ঠা আচার্য। রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম ধারাবাহিক দিয়ে তিনি জনপ্রিয়তা পান। এরপরে একের পর সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে রয়েছে গোপাল ভাঁড়, মুখোশের আড়ালে, জয় কালী কলকাত্তাওয়ালীর মতো সিরিয়াল।
https://www.instagram.com/p/CInJjjhnAe6/?igshid=1mixagfibb4k6
এর আগে টুম্পার তালে কোমর দোলাতে দেখা যায় অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে। নাচে তাঁর সঙ্গী হন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য। দুজনের সেই তুমুল নাচের ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন অনামিকা নিজেই।
ভিডিওতে দেখা যায় ড্রয়িং রুমে কালো ফুলস্লিভ টপ ও নীল ডেনিম পরে উদ্দাম নাচছেন অনামিকা ও প্রিয়াঙ্কা। পোশাকের সঙ্গে সঙ্গে দুজনের নাচের স্টেপেও বেশ মিল রয়েছে। নাচ দেখেই স্পষ্ট যে রীতিমতো পরিকল্পনা করে প্র্যাকটিস করার পরেই ভিডিওটি শুট করেছেন দুই বান্ধবী।
ভিডিওটি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন অনামিকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কারণ টুম্পা এখন ট্রেন্ডিংয়ে রয়েছে’। অনামিকা প্রিয়াঙ্কার এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram





Made in India