বাংলাহান্ট ডেস্ক : রাত ১০ টা বাজলেই ঝাঁপ ফেলে দিতে হবে চায়ের দোকানে। এমনই নিয়ম জারি হল সাতক্ষীরায় (Satkhira)। এমনকি রাত ১০ টা বাজলেই নিষিদ্ধ তাস-ক্যারাম-টিভিও। এমন নির্দেশিকা জারি করে হৈচৈ ফেলে দিয়েছে বাংলাদেশের (Bangladesh) সাতক্ষীরার স্থানীয় প্রশাসন।
সাতক্ষীরায় (Satkhira) নতুন নিয়ম
জেলা প্রশাসনের মিডিয়া সেলের সহকারী কমিশনার এস এম আকাশের সই করা বিজ্ঞপ্তিটি কার্যকর হয়েছে সোমবার থেকেই। যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, সাতক্ষীরা (Satkhira) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাত ১০টার পর চায়ের দোকানে (Tea Stall) ক্যারাম খেলা, টিভি দেখা ও তাস খেলা সম্পূর্ণ নিষিদ্ধ।

এলাকার কিছু স্থানীয় বাসিন্দাদের দাবি, অঞ্চলের কম বয়সী ছেলেরা চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে ব্যয় করছে প্রচুর সময়। অনেকরাত পর্যন্ত তারা আড্ডায় মশগুল থাকছে। প্রশাসনের এই সিদ্ধান্তে এবার তারা পড়াশোনায় মনযোগ দিতে পারবে। যদিও ব্যবসায়ীদের বক্তব্য, সাধারণত রাত ১১ টা পর্যন্ত কেনাবেচা হয় দোকানে। তবে এহেন সিদ্ধান্তে তাদের ব্যবসা ক্ষতির সম্মুখীন হবে।
আরোও পড়ুন : সকাল থেকেই অ্যাকশন শুরু! কালীঘাটের কাকুকে নিয়ে যা করছে CBI…
সচেতন মহলের কথায়, সারাদিন পরিশ্রমের পর কিছু মানুষ চায়ের দোকানে গিয়ে চা খান, আড্ডা দেন, টিভি দেখেন। এটা তাদের বিনোদনের একটা মাধ্যম। একজন ব্যক্তির স্বাধীনতা এটা। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি প্রশাসনের। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে তাদের উচিত ভিন্ন পথ খুঁজে বার করা।

অন্যদিকে, নির্দেশিকা জারি হতেই তা বাস্তবায়নের জন্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। জেলা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উপযুক্ত কার্যকরী ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।





Made in India