বাংলা হান্ট ডেস্কঃ রাজনীতিতে বরাবরই ঠোঁটকাটা বলেই পরিচিত বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিরোধী দল তো দূরের কথা, নিজের দলেও যদি বেনিয়ম দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে ফুঁসে ওঠেন তিনি। ছাড়েন না প্রথম সারির নেতাদেরও। তবে, তাঁর নিশানার তালিকায় সর্বদাই প্রথমে থাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।
শুভেন্দু অধিকারী অভিষেককে বরাবর আক্রমণ করে আসলেও, সৌমিত্র সবসময় তাঁর থেকে এককাঠি উপরে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আক্রমণ করেন। আর এবারও তাঁর ব্যাতিক্রম হল না। এবার অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে অভিষেককে চরম হুঁশিয়ারি দিলেন সৌমিত্র।
বিষ্ণুপুরের সাংসদ অভিষেক আক্রমণ করে বলেন, ‘গোটা বাংলার মানুষকে অভিষেক দেখাতে চাইছেন যে, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি দখল করতে যাচ্ছে। সাধারণ মানুষ ভোট দিতে গেলেও তাদের বাড়ি ঘেরাও হবে, এমন সতর্কবাণী এটা। দল নির্দেশ দিলে ওঁর দিল্লির বাড়িতে দুই মিনিটে উৎখাত করে দিতে পারি। কিন্তু বিজেপি এসবে বিশ্বাসী নয়।”

সৌমিত্রর এই আক্রমণের পর পাল্টা আক্রমণ শানান তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, এটা প্রতীকী ঘেরাও, আপনি অভিষেকের বাড়ি যাব বলছেন? আপনারা কিছু বাকি রেখেছেন কী? বেশি বাড়াবাড়ি করলে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে রাখুন, বিনামূল্যে চিকিৎসা করিয়ে দেব।”
 
			 





 Made in India
 Made in India