বাংলাহান্ট ডেস্ক : ভারত কৃষি নির্ভর দেশ। বছরের পর বছর ধরে কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছে ভারতের অর্থনীতি। এমনকি এই কৃষিকে কেন্দ্র করে লাভের মুখ দেখেছে দেশের একাধিক রাজ্য। এছাড়াও বাঙালির প্রিয় দেবী লক্ষীর আরাধনা হয় ধানের মাধ্যমে। তাই আম বাঙালির কাছে কৃষক ও ধান পরম স্নেহের দুই দিক।
এছাড়াও, পশ্চিমবঙ্গ (West Bengal) কৃষি প্রধান একটি রাজ্য। একটা সময় এই কৃষি জমিকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়েছিল বাংলার রাজনীতি। এবার সেই বঙ্গ রাজনীতি আর রাজনীতিবিদের দিনলিপিতে জুড়ে গেল ধান। নিশ্চয়ই ভাবছেন, কিভাবে এমনটা ঘটল? চলুন তাহলে পুরো ব্যাপারটাই খোলসা করে বলা যাক।
নেটদুনিয়ার দৌলতে ভাইরাল (Viral) হয়েছে এক ভিডিও। সেই ভিডিওতে ফুটে উঠেছে বিষ্ণুপুরের (Bishnupur) সাংসদের (Members of Parliament) মানবদরদী রূপ। ভিডিওতে দেখা যাচ্ছে, এক কৃষক তার জমি থেকে সাইকেলে করে ধান নিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎই ধান তার সাইকেল থেকে পড়ে যায় রাস্তায়। ঠিক সেই সময়েই ঘটে যায় এক মন জয় করে নেওয়ার মত ঘটনা।
সেই সময় বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপি নেতা সৌমিত্র খাঁ ওই রাস্তা দিয়েই কনভয় নিয়ে যাচ্ছিলেন। কৃষকের ওই শোচনীয় অবস্থা দেখে সৌমিত্র খাঁ গাড়ির মধ্যে বসে থাকতে পারেননি। নিরাপত্তার তোয়াক্কা না করে তিনি নেমে আসেন গাড়ি থেকে। এরপর সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায় কৃষককে।
রাস্তায় পড়ে যাওয়া ধান তিনি তুলে দেন কৃষকের সাইকেলে। শুধু তুলে দেওয়াই নয়, ধানের বস্তা গুলি ভালোভাবে রেখে সেগুলি সাইকেলের ক্যারিয়ারে বাঁধতেও সাহায্য করে তিনি। সৌমিত্র খাঁ কিছুক্ষণ ধরে থাকেন কৃষকের সাইকেলটিও। এরপর কৃষক ঠিকমতো সেই ধানের বস্তাগুলি বেঁধে নেন তার সাইকেলের সাথে।
বিষ্ণুপুরের সাংসদদের এহেন মানবদরদী কার্যকলাপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু নেতা মন্ত্রী আছেন যারা মাটিতে পা রেখে চলতেই ভুলে গিয়েছেন। এমন অবস্থায় সৌমিত্র খাঁ এই গরমের দুপুরেও যেভাবে গাড়ি থেকে নেমে এসে সাহায্য করলেন এক কৃষককে তা প্রশংসাযোগ্য বলে মনে করছেন নেট নাগরিকরা।





Made in India