বাংলাহান্ট ডেস্ক: সৌরভ দাস (saurav das) ও অনিন্দিতা বসু (anindita bose) দুষ্টু মিষ্টি প্রেম কাহিনির কথা কে না জানে। সেই ‘গুটি মল্লার’এর সময় থেকে জুটি হিসেবে তাঁদের জনপ্রিয়তা। রিল লাইফ জুটি এখন রিয়েলেও মন জয় করছে সবার। টলিউডের অন্যতম জনপ্রিয় কাপল সৌরভ অনিন্দিতা।
এখনো কাগজে কলমে তাঁরা বিবাহিত না হলেও অনেক দিন ধরেই লিভ ইন করছেন সৌরভ অনিন্দিতা। গত বছর পুজোর আগেই নতুন বাড়িতেও শিফট করেছেন দুজন। সেখানেই শান্তির নীড় সাজিয়েছেন তাঁরা। এই নতুন বাড়ির নাম দিয়েছেন ‘প্রথম অধ্যায়’।

কিন্তু এখন যে দুজনের এত উথালপাথাল প্রেম তা কিন্তু পরিণতি পেতই না যদি না একজন মানুষ থাকতেন। তিনি হলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ (saayoni ghosh)। আসলে সায়নীর জন্যই সৌরভ অনিন্দিতার আলাপ ও প্রেম। এ জন্য সায়নীর কাছে খুব কৃতজ্ঞও সৌরভ।
ব্যাপারটা খুলেই বলি। জি বাংলা অরিজিনালস এর টেলিফিল্ম ‘গুটি মল্লার’ করতে গিয়েই আলাপ হয়েছিল সৌরভ ও অনিন্দিতার। প্রেমও শুরু সেখান থেকেই। গুটির চরিত্রে অভিনয় করেছিলেন অনিন্দিতা এবং মল্লারের চরিত্রে সৌরভ। কিন্তু গুটির জন্য প্রথমে ভাবা হয়েছিল সায়নীকে। ব্যস্ত শিডিউলের তিনি না করে দিলে তাঁর পরিবর্তে নেওয়া হয় অনিন্দিতাকে। একথা সৌরভ নিজেই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।

তবে গুটি মল্লার থেকে প্রেমটা শুরু হলেও সৌরভ কিন্তু আগে থেকেই অনিন্দিতাকে মন দিয়ে বসেছিলেন। ‘বউ কথা কও’ সিরিয়ালে অনিন্দিতার অভিনয় দেখে তাঁর প্রেমে পড়ে গিয়েছিলেন সৌরভ। অপরদিকে ‘আই লাফ ইউ’তে সৌরভকে দেখে ভাল লেগেছিল অনিন্দিতার। কিন্তু তখন কি তাঁরা জানতেন এক সময় পছন্দের মানুষটাকেই জীবনসঙ্গী হিসাবে পাবেন? গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে ভাঙার পরপরই সৌরভের সঙ্গে সম্পর্কে জড়ান অনিন্দিতা। এখন সব বিতর্ক দূরে সরিয়ে একে অপরের সঙ্গে দিব্যি আছেন তাঁরা।





Made in India