বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস, পুজোর ঢাকে কাঠি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja) আর মাত্র হাতে গোনা কিছুদিন বাকি। বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চারিদিকে সাজো-সাজো রব। গোটা বছর ধরে বাঙালিরা সকলে এই সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকেন ছুটির সময় পরিবারের সাথে কিছুটা সময় ভালোভাবে কাটানোর জন্য। যাই বলুন, পুজোর ছুটির কিন্তু মজাই আলাদা। আর ছোটদের ক্ষেত্রে এই আনন্দটাই যেন দ্বিগুন হয়।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে সরকারি স্কুলগুলির এই বছরের অফিসিয়াল ছুটির (Pujo Vacation) তালিকা প্রকাশ করা হয়েছে। পুজোর মরসুমে এবছর টানা ২৬ দিন স্কুল বন্ধ থাকবে। অন্যদিকে এবছর ষষ্ঠী নয় চতুর্থী থেকে শুরু হয়ে যাবে ছুটি এমনটাই জানানো হয়েছে।
তবে চলতি বছরে ইতিমধ্যেই নানা কারণে প্রচুর ছুটি পেয়েছে এ রাজ্যের স্কুল পড়ুয়ারা। যার জেরে তাদের সিলেবাসও অনেকটাই পিছিয়ে পড়েছে। ওদিকে ছুটি কাটলেই পরীক্ষা। এই অবস্থায় এ বছর পুজোর ছুটিতে কয়েক দিন স্কুল খোলার দাবি জানাচ্ছেন কিছু স্কুলের প্রধান শিক্ষকেরা। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের কাছে এই নিয়ে প্রস্তাবও জমা করা হয়েছে।
আরও পড়ুন: সাতসকালে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ED হানা, চলছে চিরুনি তল্লাশি, কারণ কী? তোলপাড় রাজ্য
অধিকাংশ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মতে, চলতি বছরে কিছুটা বেশি বন্ধ ছিল স্কুল। যার জেরে সিলেবাসের অনেকটা অংশ এখনও বাকি। আবার পুজোর ছুটির পর স্কুল খুললেই পরীক্ষা। তাই ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে পুজোর ছুটির মাঝেই লক্ষ্মীপুজো ও কালীপুজোর মাঝে ছয়-সাত দিনের জন্য স্কুল খোলা রাখার বিষয়ে পর্ষদকে জানিয়েছেন।

যদিও মধ্যশিক্ষা পর্ষদ তরফে এই নিয়ে এখনও কিছু বলা হয়নি। তবে সূত্রের খবর প্রধান শিক্ষিকদের এই প্রস্তাব খতিয়ে দেখছেন পর্ষদ কর্তারা। ভাবনা-চিন্তা চলছে। স্কুলের প্রস্তাবে শীলমোহর পড়লে পুজোর মাঝেও বেশ কিছুদিন পড়ুয়াদের ক্লাস করতে হবে বলে মনে করা হচ্ছে।





Made in India