বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভালবাসা বড্ড বেশি ঠুনকো প্রমাণিত হচ্ছে। সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা মানুষকে বেশ অবাক এবং বিস্ময়ে রেখে দিয়েছে। কিছুদিন আগে এসডিএম জ্যোতি মৌর্য (SDM Jyoti Maurya) এবং তার স্বামী আলোক মৌর্যের (Alok Maurya) ভিডিও সারাদেশে ভাইরাল হয়েছে। মানুষ সেসময় আলোক মৌর্যের দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে। এবার তেমনই এক খবর সামনে এসেছে।
নতুন এই ঘটনাটি উত্তরপ্রদেশের কুশিনিগরের (Kushinagar)। সেখানেও নিজের প্রেম, নিষ্ঠা ও ত্যাগের বিনিময়ে প্রতারিত হলেন স্বামী। এখানেও স্ত্রী সাফল্য পেতেই মুখ ঘুরিয়ে নিলেন স্বামীর থেকে। এমনকি নিজের বাচ্চার দিকেও ঘুরে তাকাননি তিনি। প্রতিবন্ধী স্বামী নিজের চাকরি ছেড়ে দিয়ে সংসারের দায়িত্বে নিয়ে স্ত্রীকে সাফল্যের দিকে এগিয়ে দেওয়ার একি প্রতিদান পেলেন তিনি! জানুন বিস্তারিত।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালে, কুশিনগরের বাসিন্দা লভকুশ সিং (Lavkush Singh) বিয়ে করেন অঙ্গিরা সিংকে (Angira Singh)। লভকুশের কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। বিয়ের পর তার স্ত্রীর ইচ্ছে হয় পড়াশোনা করার। স্বামী তার স্ত্রীর ইচ্ছের সম্মান করে তাকে B.Ed কলেজে ভর্তি করেন। তখনও তিনি জানতেন না ভবিষ্যতে কী অপেক্ষা করে রয়েছে তার জন্য বা কত বড় বিশ্বাসঘাতকতা হতে চলেছে তার সাথে।
লভকুশ সিং ভালো চাকরি পেয়ে স্ত্রী অঙ্গিরা সিংকে নিয়ে নয়ডায় আসেন। কিন্তু ২০২০ সালে তাদের ছেলে হওয়ার পরই ছেলের দেখাশোনার জন্য লভকুশ নিজের চাকরি ছেড়ে দেন। এই সময় অঙ্গিরা কাজ চালিয়ে যান নয়ডা ভিত্তিক একটি কোম্পানিতে। তখনই তিনি কোম্পানির থেকে দুবাই যাওয়ার প্রস্তাব পান, এবং স্বামী আর ছেলেকে ছেড়ে যেতে চলে যান বিদেশ বিনভূঁইয়ে।
যদিও অঙ্গিরার দুবাই যাওয়াতে আপত্তি করেন স্বামী লভকুশ। কিন্তু অঙ্গিরা লভকুশকে তাদের উন্নত ভবিষ্যতের মিথ্যে স্বপ্ন দেখিয়ে রাজি করায় এবং তিন বছরের ছেলে আর স্বামীকে রেখে দুবাই চম্পট দেয়। কয়েকদিন যাবত সবকিছু ঠিকঠাক চললেও মাস খানেক পর তার আচরণে পরিবর্তন আসে। হঠাতই অঙ্গিরা তার স্বামী এবং ছেলের সাথে কথা বলা বন্ধ করে দেন। কোম্পানিকে এই বিষয়ে অভিযোগ জানালে অঙ্গিরাকে সত্বর ভারতে ফেরত ডাকা হয়।

তবে ভারতে আসার পর যা ঘটে তা আরও মর্মান্তিক। দুবাই থেকে ফিরেই তিনি সোজা বোনের বাড়ি চলে যান এবং তারপরই লভকুশের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা দায়েরের নোটিশ পাঠান। ঘটনা শুনে লভকুশের পায়ের তলার মাটি সরে যায়! তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে স্ত্রী এর জন্য এত পরিশ্রম, এত্ত ত্যাগ করেছেন সেই তাকে এভাবে প্রতারণা করবে। কিন্তু বাস্তবকে মেনে নিয়ে নিরবে সরে দাঁড়ান তিনি। আর আপাতত ছেলেকে নিয়ে বেশ দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছেন লভকুশ সিং।
 
			 
 
    




 Made in India
 Made in India