বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দারকে হয়ত অনেকেরই মনে আছে। হঠাৎ করে খবরের শিরোনামে উঠে আসা সীমা হায়দার (Seema Haider) আজকাল রোজগার করছেন মোটা টাকা। সোশ্যাল মিডিয়ায় স্বামী সচিন মীনার সাথে বিভিন্ন ভিডিও ও শর্টস আপলোড করেন সীমা। সেগুলি বেশ ভাইরালও হয়।
মোটা টাকা রোজগার সীমা হায়দারের (Seema Haider)
সম্প্রতি নিজের আয়ের ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে ব্যাখ্যা দিয়েছেন সীমা (Seema Haider)। কোথা থেকে তিনি উপার্জন করছেন সে কথাও জানিয়েছেন।ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভালো সংখ্যক ফলোয়ার্স রয়েছে সীমা হায়দারের। একটি সাক্ষাৎকারের সীমা জানিয়েছেন, তিনি ভালো আয় করছেন ইউটিউব থেকে।

সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে কত পরিমান অর্থ রোজগার হচ্ছে সেই হিসাবও দিয়েছেন সীমা। সীমা জানান, সমাজ মাধ্যম থেকে তিনি প্রথমে ৪৫ হাজার টাকা রোজগার করেছিলেন। তারপর সময়ের সাথে যত ফলোয়ার্স বেড়েছে, ততই বেড়েছে আয়ের পরিমাণ। সীমা বলেছেন, সমাজ মাধ্যম থেকে কত টাকা রোজগার হবে তা নির্ভর করে পরিশ্রমের উপর।
আরোও পড়ুন : এবার ঘুম উড়বে জঙ্গিদের! ৪ ইঞ্চির এই ব্রহ্মাস্ত্রেই বাজিমাত করছে ভারতীয় সেনা, অবাক করবে বিশেষত্ব
তার ও তার স্বামীর বেশ কিছু ভিডিও ভাইরাল হয় যেখান থেকে মোটা টাকা আসে। হিসাব দিয়ে সীমা বলেন, পাঁচ মিনিটের একটি ভিডিওতে যদি ১০০০ ভিউজ হয় তাহলে ২৫ টাকা রোজগার হবে। সেক্ষেত্রে ১ লক্ষ ভিউজ হলে রোজগার হবে প্রায় ৮৩-৮৪ টাকা। এছাড়াও সীমার দাবি, তিনি ব্র্যান্ড প্রমোশন ও বিজ্ঞাপন থেকেও ভালো অর্থ উপার্জন করছেন।

ইউটিউব থেকে প্রতি মাসে অন্তত ৮০ হাজার টাকা রোজগার করেন সীমা। তার ও তার স্বামীর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ১৭ লক্ষের কাছাকাছি। সীমা জানিয়েছেন, তিনি তার আয়ের (Income) একটা অংশ ব্যয় করবেন সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যতের জন্য।





Made in India