বাংলাহান্ট ডেস্ক: আজ থেকে শুরু হল ধারাবাহিকের (serial) শুটিং (shooting)। টালিগঞ্জের এতদিন বন্ধ পড়ে থাকা স্টুডিওগুলিতে আবার যেন প্রাণ ফিরে এল। নতুন নিয়ম মেনেই এদিন থেকে শুরু হল ধারাবাহিকগুলির শুটিং। আর প্রথম দিন থেকেই শুরু হয়ে গেল অন্যতম জনপ্রিয় ধারাবাহিক করুনাময়ী রানী রাসমণির (rani rasmoni) শুটিং।
নতুন যাবতীয় নিয়ম, স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয়েছে শুটিং। তবে শুটিংয়ের সেট আগের মতো থাকলেও বদল হয়েছে চেনা দৃশ্যগুলির। এখন শট শেষ হওয়ার পরেই কলাকুশলীদের পরে নিতে হচ্ছে মাস্ক। টেকনিশিয়ানরা পরছেন ফেস শিল্ড। দক্ষিণেশ্বর মন্দিরের দৃশ্যের শুটিংয়ের ফাঁকে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। দীর্ঘদিন পর কাজে ফিরতে পেরে বেশ খুশি তিনি।

https://www.instagram.com/p/CBSAcWnBONN/?igshid=1i7maah97w7jq
https://www.instagram.com/p/CBSgq1Ih-jp/?igshid=wgkahxg79ef9
https://www.instagram.com/p/CBSzM5OBYjS/?igshid=1jfso8bxg53z5
ইন্দ্রপুরী স্টুডিওতে হয় করুনাময়ী রানী রাসমণির শুটিং। নয়া স্বাস্থ্যবিধি মেনে সেই স্টুডিওতে ঢোকার মুখে বসেছে একটি হাত ধোওয়ার বেসিন। সেটে রাখা হয়েছে স্যানিটাইজারও। তবে নন ফিকশন ধারাবাহিকের শুটিং কিন্তু আজ থেকে শুরু হয়নি। কবে থেকে এই ধারাবাহিকগুলির শুটিং শুরু হবে তা নিয়ে এখনও সঠিক ভাবে কিছু জানানো হয়নি। আগামী সপ্তাহ থেকেই মেগা সিরিয়ালগুলির সম্প্রচার শুরু করা যাবে বলে আশাবাদী চ্যানেল কর্তৃপক্ষ।
https://www.instagram.com/p/CBShW9UhfpQ/?igshid=s0o3now0eeag
https://www.instagram.com/p/CBSm8nxBpip/?igshid=ux857rngne51
https://www.instagram.com/p/CBS1rthBmmg/?igshid=p5gasggoietj
প্রসঙ্গত, ১০ জুন থেকে শুটিং শুরু কথা আগে শোনা গেলেও তা সম্ভব হয়নি। অবশেষে ১১ তারিখ থেকে শুরু হল শুটিং। তবে চালু হয়েছে বেশ কিছু নতুন নিয়ম। শুটিং শুরু হলেও ইউনিটে ৩৫ জনের বেশি রাখার অনুমতি নেই। সম্মিলিত ভাবে তৈরি করা হচ্ছে করোনা ফান্ড। কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে পাবে ২৫ লক্ষ টাকা। এর ৫০ শতাংশ দেবে চ্যানেল কর্তৃপক্ষ, ৪০ শতাংশ প্রযোজক ও ১০ শতাংশ আর্টিস্ট ফোরাম। অসুস্থ হলে সরকারের থেকে পাওয়া যাবে টাকা।





Made in India