বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর তারপরেই পর্দা কাঁপাতে আসছে শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন ছবি ‘জওয়ান’ (Jawan)। ভক্তদের উন্মাদনা বাড়াতে কোনও প্রচেষ্টাই বাকি রাখছেননা বলিউড বাদশা। আর তার মধ্যেই সামনে চলে এল ছবির পরবর্তী গান ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’ (Not Ramaiya Vastavaiya)। নায়িকা নয়নতারার সঙ্গে এই গানেই নেচে উঠলেন বলিউড বাদশা।
গতকালই গানটির টিজার রিলিজের সাথে সাথেই শাহরুখ জানিয়ে দিয়েছিলেন যে, আগামী ২৯ অগাস্ট রিলিজ হবে এই গান। নিজের সংগীতায়োজনেই গানটি গেয়েছেন অনিরুদ্ধ রবিচান্দের। তার সাথে গলা মিলিয়েছেন বিশাল দদলানি ও শিল্পা রাও। গানটি লিখেছেন লিখেছেন কুমার এবং কোরিয়াগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট।
নাম শুনে অনেকেই ভাবতে পারেন যে, গানটি হয়ত নার্গিসের ‘শ্রী ৪২০’ সিনেমার গান ‘রামাইয়া ভাস্তাভাইয়া’র রিমেক। তবে এমনটা মোটেও নয়। ঐ গানের সঙ্গে কোনও অংশেই মিল নেই ‘জওয়ান’-এর এই গানের। তবে একটা কথা নিশ্চিত যে, এই গান শুনলে আপনিও নিজের অজান্তেই নেচে উঠবেন। ইতিমধ্যেই ৪ লাখেরও বেশি ভিউ পেয়েছে গানটি।
আরও পড়ুন : শাহরুখের জন্য সবকিছু, সকাল ৬ টায় বিশেষ স্ক্রিনিং-র ব্যবস্থা এই থিয়েটারে! ইতিহাস গড়ল ভক্তরা
উল্লেখ্য, ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’ গানটির সুরকার অনুরুদ্ধ রবিচন্দর এই ছবির সমস্ত গানেই সু্র দিয়েছেন। এবং এর জন্য তিনি প্রায় ১০ কোটি টাকা চার্জ করেছেন। ছবির কথা অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। অভিনেতার বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। সাথে দেখা যাবে দীপিকাকেও।
আরও পড়ুন : থামছেনা ‘গদর ২’র জলবা, শাহরুখের পাঠানকে হারিয়ে নয়া রেকর্ড গড়ল সানি দেওল
View this post on Instagram
ইতিমধ্যেই ছবির ট্রেলারে অ্যাকশনের মেজাজে দেখা মিলেছে অভিনেত্রীর। তবে সূত্রের খবর, ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকা। সবে মিলিয়ে ফিল্ম ক্রিটিকদের ধারণা যে, পাঠান জ্বর সারার আগেই জওয়ান জ্বরে ছেয়ে যাবে দেশ।





Made in India