বাংলা হান্ট ডেস্ক: মনে আছে ২০১৫ র ফ্লিম ফেয়ারে শাহরুখ ও রণবীরের সেক্সী পোল ডান্স? মনে অবশ্য থাকারই কথা। ‘জরা জরা টাচ মি’-র ধুনে কোমর দুলিয়ে ২ জনে মিলে সবাই কে পাগল করে দিয়েছিলেন। সেই ভিডিও টি ফের একবার ভাইরাল হল সোস্যাল মিডিয়া সাইটে।
২০০৮ সালে রেস ছবিতে ক্যাট নেচেছিলেন ‘জরা জরা টাচ মি’-র গানে। রেস- পোপুলার আইটেম নম্বরে দর্শকদের মন কেড়ে নেন ক্যাটরিনা কাইফ। রেস-এর সেই গানে নেচে ভাইরাল হলেন শাহরুখ খান এবং রণবীর কাপুর। সবাইকে পাগল করে দিলেন তাদের সেক্সী পোল ড্যান্স দিয়ে।
বেশ কয়েক বছর আগের ওই ভিডিয়োতে শাহরুখ, রণবীরের নাচের সময় দর্শকের আসনে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর কান, দীপিকা পাডুকন, রবিনা ট্যান্ডন এবং জাভেদ আখতারদের।
https://www.instagram.com/p/B3lV-WUhLDW/?utm_source=ig_web_copy_link
আইটেম নম্বরের সঙ্গে কোমর দুলিয়ে রণবীর কাপুর এবং শাহরুখ খানের ওই নাচ দেখে হাসতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। আর কেবল পিজি চোপস নয়, তাদের সেই ভয়ঙ্কর নাচ দেখে হাসতে হাসতে পাগল হয়ে যায় অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রতিটি দর্শকই। বলিউডের বাদশা খানের সঙ্গে রণবীরের ওই নাচ দেখে হেসে ফেলেন দীপিকা এবং করিনাও।
ভিডিয়ো বেশ পুরনো হলেও, সম্প্রতি সেটি ভাইরাল হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। শাহরুখ খান এবং রণবীর কাপুরের ওই ভিডিয়ো নতুন করে প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তা তুমুল জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। এর আগেও এই ভিডিও টি ভাইরাল হয়েছিল যখন এটি প্রথম সোস্যাল মিডিয়া তে প্রকাশ পায়। ফের একবার ভাইরাল হল সেই ভিডিও।





Made in India