বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক মা-বাবাই নিজের সন্তানকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। শাহরুখ খানও (Shah Rukh Khan) ব্যতিক্রম নন। আরিয়ান, সুহানা এবং আব্রামকে ঘিরে আবর্তিত হয় তাঁর গোটা জীবন। শোনা যায়, বড় ছেলের সঙ্গে তাঁর সম্পর্কটা একেবারেই বন্ধুর মতো। তবে একবার সেই আরিয়ানই তেড়ে এসেছিলেন বাবার দিকে! ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল ‘বাদশা’র পরিবারে।
আরিয়ানের ব্যবহারে রেগে আগুন শাহরুখ (Shah Rukh Khan)!
বেশ কয়েকবার গর্ভেই সন্তান নষ্ট হওয়ার পর শাহরুখ-গৌরীর জীবনে আসেন আরিয়ান (Aryan Khan)। সেই জন্য ছোট থেকেই ছেলেকে ভীষণ আগলে রাখেন তারকা দম্পতি। কিন্তু তাই বলে ছেলে কোনও ভুল করলে তাঁকে শাসন করেন না, এমনটা কিন্তু নয়। একবার যেমন ছেলের এক ব্যবহার বেজায় চটেছিলেন ‘কিং খান’। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সেকথা।
শাহরুখ জানান, একবার এক মেয়েকে সপাটে লাথি মারেন আরিয়ান। ছেলের এই কাণ্ড কিছুতেই মেনে নিতে পারেননি অভিনেতা। শাসন করতে গেলে উল্টে নাকি তাঁর দিকেই তেড়ে আসেন ছেলে। সব দোষ চাপিয়ে দেন বাবার ওপর।
আরও পড়ুনঃ কার্গিল যুদ্ধে লড়েছিলেন এই বলিউড অভিনেতা! কে জানেন? নাম দেখলে বিশ্বাস হবে না!
আসলে ওই মেয়েটি নাকি শাহরুখকে (Shah Rukh Khan) কটাক্ষ করতে গিয়ে আরিয়ানকে বেশ কিছু বাজে কথা বলেছিলেন। মেয়েটি প্রথমে অভিনেতাকে অকথ্য ভাষায় আক্রমণ করেন। তখন কিছু বলেননি আরিয়ান। এরপর সে বলে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে খুব বাজে দেখতে লাগে অভিনেতাকে। তাতেও মেজাজ হারাননি ছেলে। এরপর শাহরুখকে মোটা বলে বসেন সেই মেয়েটি। তখন মেজাজ হারান আরিয়ান। সপাটে লাথি মারেন তাঁকে।

এদিকে ছেলের এই কীর্তির কথা জানতে পেরে বেজায় রেগে যান শাহরুখ। কিন্তু আরিয়ানকে শাসন করতে এলে সে পাল্টা বলে, ‘ওর নয়, সব দোষ তোমার। কারণ তুমি মোটা’। ছেলের মুখ এমন কথা শুনে বেজায় অবাক হয়েছিলেন ‘বাদশা’।





Made in India