কয়েকদিন আগেই খবরের ট্রেডিং ছিলেন শাহরুখ (Shah RUkh Khan)। তিনি এক সাক্ষাৎকারে নিজের লাইফস্টাইলের কথা জানিয়েছিলেন। শাহরুখের (Shah RUkh Khan) ভক্ত সংখ্যা প্রচুর। তারা সবাই জানতে চায় কেমন জীবন যাপন করেন তাদের প্রিয় অভিনেতা। শাহরুখ জানিয়েছিলেন সারারাত ঘুমোন না তিনি। শ্যুটিং করেন, শ্যুটিং না থাকলে সারা রাত বই পড়েন। বই পড়া হয়ে গেছে স্নান করেন। তারপরে ৩০ মিনিট ওয়ার্ক আউট করে ভোর চারটেতে ঘুমোতে যান।
এই খবর শোনা মাত্র অবাক হয়েছিলেন শাহরুখ ভক্তরা। সকাল ১১ টা পর্যন্ত ঘুমান শাহরুখ। আর তারপর থেকে চলে ফের ব্যস্ততা। তবে, জানেন কি হঠাৎই কেন নিজেকে নির্লজ্জ বলেন শাহরুখ? আসলে ঘটনাটি বেশ কিছু বছর আগের। একটি অ্যাওয়ার্ড শো হোস্ট করছিলেন শাহরুখ। আর তারপরেই শুরু হয় শাহিদের সঙ্গে তাঁর কথপোকথন।

কয়েকদিন আগেই খবরের ট্রেডিং ছিলেন শাহরুখ (Shah RUkh Khan)
শাহরুখকে শহীদ জিজ্ঞাসা করেন কতগুলো অ্যাওয়ার্ড আছে তাঁর কাছে? শাহরুখ মুচকি হেসে উত্তর দেন, ‘আমার কাছে একটা দেওয়াল জুড়ে শুধুই অ্যাওয়ার্ডের র্যাক করা আছে। ৩০০- র বেশি পুরস্কার আছে আমার কাছে।’ এই শুনে অবাক হয়ে যান প্রত্যেকেই। অবাক হন শাহিদ ও বিদ্যা বালানও। এর পরেই শাহরুখ বলেন, ‘আমি অ্যাওয়ার্ড নিতে খুব ভালোবাসি। আমার বেশ ভালো লাগে। এই বিষয়ে আমি খুবই নির্লজ্জ।’
প্রসঙ্গত, শাহরুখের বাড়িতে একটি আলাদা ঘর আছে যেটা তাঁর বই পড়ার জায়গা। শাহরুখের নিজস্ব লাইব্রেরিতে রয়েছে হাজারও বই। রাতভর সেখানেই হয় পড়েন তিনি। শাহরুখের ভালো অভ্যাস গুলির মধ্যে এটিও একটি। এই লাইব্রেরিটি ইংলিশ লাইব্রেরির আদলে তৈরি। শাহরুখ জানিয়েছিলেন তাঁর পুরস্কার গুলি একসঙ্গে থাকে না। নটি তলায় সাজিয়ে গুছিয়ে রাখা থাকে। যাতে প্রত্যেকটি ঘরেই শাহরুখের প্রাপ্ত পূরস্কারগুলি থাকে।





Made in India