বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় আজ সকালেই ভাঙড়-১ পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেকে পাঠিয়েছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় সংস্থার দাবি, শাহজাহান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বিশেষ ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতা।
গত মঙ্গলবার ভাঙড়ে নথি পোড়ানোকে কেন্দ্র করে চরম শোরগোল শুরু হয়। সিবিআই আধিকারিকরা গিয়ে সেই অগ্নিদদ্ধ নথি উদ্ধারে নামে। বেশ কিছু অর্ধদগ্ধ নথি উদ্ধারও হয়। এমনও শোনা গিয়েছিল, যাঁরা লরিতে করে ওইসব নথি ঘটনাস্থলে আনা হয়। এরইমধ্যে আবার ভাঙড়ের তৃণমূল নেতাকে তলব সিবিআইয়ের।

এই তলব নিয়ে শাহজাহান মোল্লার বক্তব্য ছিল, ‘বেশ কিছু ব্যাপারে সিবিআই আধিকারিকরা আমাকে ও আমার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। ব্যাঙ্কের নথিও দেখতে চান। আমি সবরকম ভাবে সহযোগিতা করেছি। প্রয়োজন হলে আগামিদিনেও সবরকম সহযোগিতা করব বলে জানিয়েছি।’
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, শাহজাহান মোল্লাকে নিয়োগকাণ্ডে তলব করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি ভাঙড়-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ভাঙড়-১ ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লার বাড়িতে অভিযান চালায় সিবিআই। ভাঙড় থানার শাকশহর পুকুর গ্রামে তৃণমূল নেতা শাজাহান মোল্লার বাড়ি। সেই গ্রামে তাঁর বিরাট তিনতলা বাড়ি। সেই বাড়িতেই চলতি বছরের ফেব্রুয়ারিতে হানা দেয় সিবিআইয়ের দল।
কেন্দ্রীয় সংস্থা জানায়, শাহজাহান মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাঁর মেয়ে-সহ একাধিক আত্মীয় ও পরিচিতকে গ্রুপ-ডিতে চাকরি পাইয়ে দিয়েছিলেন শাহজাহান, রয়েছে সেই অভিযোগও। এই শাহজাহান ক্যানিং পূর্বে বিধায়ক সওকত মোল্লারও ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।





Made in India