বাংলাহান্ট ডেস্ক: বারংবার তারিখ পেছোনোর পর অবশেষে ফের বড়পর্দায় ধরা পড়তে চলেছে শাহরুখ খানের (Shahrukh Khan) কামব্যাক। চার বছর ধরে অনুরাগীদের অপেক্ষা করিয়ে রাখার পর এক বছরে তিন তিনটি ছবির ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে প্রথম ছবি ‘পাঠান’ মুক্তির পরেই হয়েছে ব্লকবাস্টার হিট। এবার পালা ‘জওয়ান’এর। একাধিক বার তারিখ পেছোনোর পর এবার প্রকাশ্যে এল জওয়ান এর প্রিভিউ ওরফে ট্রেলার।
জওয়ান এর ট্রেলার দেখে একটাই কথা বলছেন সকলে, শাহরুখকে এর আগে কোনোদিন এই রূপে দেখা যায়নি। পাঠানের মতোই অ্যাকশন ঘরানার ছবি হতে চলেছে জওয়ান। সঙ্গে থাকছে একগুচ্ছ চমক। ইতগমধ্যেই পোস্টারে অর্ধেক মুখে ব্যান্ডেজ করা শাহরুখ নজর কেড়েছেন। ট্রেলারে মুখ থেকে ব্যান্ডেজ সরেছে বটে। কিন্তু এসেছে আরো বড় একটা সারপ্রাইজ।

জওয়ান এর জন্য সম্পূর্ণ ন্যাড়া মাথা হয়ে ধরা দিয়েছেন শাহরুখ। সেই সঙ্গে ধামাকাদার সব ডায়লগ। ট্রেলারে শাহরুখের বিভিন্ন লুক তো বটেই, অন্যান্য অভিনেতা অভিনেত্রীদেরও দেখা মিলেছে। ছবিতে থাকছেন দু দুজন নায়িকা নয়নতারা এবং দীপিকা পাডুকোন। থাকছেন জনপ্রিয় তেলুগু অভিনেতা বিজয় সেতুপতি।
ইতিমধ্যেই জওয়ান এর ট্রেলারের বিভিন্ন দৃশ্য নিয়ে মিম বানানো শুরু হয়েছে নেটপাড়ায়। বিশেষ করে কিং খানের ন্যাড়া মাথা লুক নিয়ে দেদারে চলছে মিম তৈরি। নেটিজেনরা কার্যত হতবাক হয়ে গিয়েছেন ছবির প্রথম ঝলক দেখে। এবার পুরো ছবিটা মুক্তির অপেক্ষায়।
এর আগে শোনা গিয়েছিল, জওয়ান ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যেতে চলেছে শাহরুখকে। এছাড়াও বলিউড থেকে সানিয়া মালহোত্রাও থাকছেন বলে খবর। আগামী ৭ সেপ্টেম্বর একাধিক ভাষায় মুক্তি পেতে চলেছে জওয়ান।





Made in India