বাংলাহান্ট ডেস্ক: হত্যা মামলায় নাম জড়িয়েছে বাংলাদেশী খেলোয়াড় সাকিব আল হাসানের (Shakib Al Hasan)। বর্তমানে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এখনও প্রমাণ না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলেরই সদস্য রয়েছেন তিনি। অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখা যাবে না। এমনটাই জানিয়েছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম। ঢাকার একটি কাপড়ের দোকানে কর্মরত এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে সাকিব আল হাসানের (Shakib Al Hasan) বিরুদ্ধে।
হত্যা মামলায় নাম জড়িয়েছে বাংলাদেশী খেলোয়াড় সাকিব আল হাসানের (Shakib Al Hasan)
বাংলাদেশী অলরাউন্ডার সম্পর্কে এই খবরটি প্রকাশ্যে আসে যখন তিনি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলছিলেন। সাকিব আল হাসান (Shakib Al Hasan) সহ মোট ৫০০ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে, যার মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে। তবে এখন প্রশ্ন বাংলাদেশের হয়ে খেলতে পারবে সাকিব আল হাসান (Shakib Al Hasan)? তাঁকে খেলা থেকে নিষিদ্ধ করা হবে নাকি তিনি খেলা চালিয়ে যাবেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও এ সংক্রান্ত বড় তথ্য বেরিয়ে এসেছে। বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ স্থানীয় একটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আপাতত তিনি বাংলাদেশের হয়ে খেলা চালিয়ে যাবেন।’ তিনি আরও বলেন, ‘সাকিবকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফিরে আসার জন্য তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন : ICC চেয়ারম্যান হয়ে মিলবে না স্বস্তি! জয় শাহকে হতে হবে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন, ব্যর্থ হলেই সর্বনাশ
যার জবাবে সাকিব বলেছেন যে তিনি আপাতত বাংলাদেশের হয়ে খেলা চালিয়ে যাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে, ‘সাকিব আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়, তাই তাঁর যদি কোনও আইনি সহায়তার প্রয়োজন হয়, তাও দেওয়া হবে।’ বর্তমানে হত্যা মামলাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন BCB। অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন : হঠাৎই ফেসবুক থেকে বিদায় শ্রীলেখার! কী এমন হল অভিনেত্রীর?
পাকিস্তানের পর বাংলাদেশকে ভারত সফরে যেতে হবে, সেই সফরেও খেলতে দেখা যাবে সাকিবকে। আইসিসির নিয়ম অনুযায়ী সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি খেলা চালিয়ে যেতে পারবেন। পাকিস্তান সফরের পর সাকিব পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডে যাবেন, যেখানে তাঁকে কাউন্টি দল সারের হয়ে সমারসেটের বিপক্ষে ৪ দিনের ম্যাচ খেলতে হবে। সে জন্য সাকিবকে NOC দিয়েছে BCB।





Made in India