বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানির পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি এবার উঠে এলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপের (Adani Group) এই কোম্পানিতে ২০২৫ সালে যাঁরা বিনিয়োগ করবেন তাঁদের শেয়ারটি মাল্টিব্যাগার লাভ দিতে পারে। ভেনচুরা ক্যাপিটাল আদানি গ্রিন এনার্জি সলিউশনের প্রসঙ্গে কভারেজ রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুসারে, আদানি গ্রিন এনার্জি সলিউশনের শেয়ার ১,৫৭৫ টাকা পর্যন্ত যেতে পারে। যা বর্তমানে ৭৭২ টাকায় ট্রেড করছে।
আদানি গ্রুপের (Adani Group) কোম্পানি করবে কামাল:
বাম্পার রিটার্ন দেবে আদানি গ্রিন এনার্জি সলিউশন: ব্রোকারেজ হাউস ভেনচুরা ক্যাপিটাল তার রিপোর্টে বলেছে, আদানি গ্রুপের (Adani Group) কোম্পানি আদানি গ্রিন এনার্জি সলিউশন তার মজবুত ফান্ডামেন্টালস, উন্নত কৌশলগত সিদ্ধান্ত এবং এই শিল্পের চমৎকার গতিশীলতার কারণে দীর্ঘমেয়াদে শক্তিশালী কর্মক্ষমতা দেখাতে পারে। এমতাবস্থায় সামগ্রিকভাবে, ভেনচুরা ক্যাপিটাল আগামী ২ বছরের জন্যে ১,৬৭৫ টাকার টার্গেট প্রাইসের ভিত্তিতে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আদানি গ্রিন এনার্জি সলিউশনের শেয়ার কেনার সুপারিশ করেছে। অর্থাৎ বর্তমান স্তর থেকে এই কোম্পানির শেয়ার তার বিনিয়োগকারীদের ১১৭ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে।

১৫০ শতাংশ পর্যন্ত রিটার্নের সম্ভাবনা: ব্রোকারেজ হাউস কোম্পানির রেভিনিউ গ্রোথ, EBITDA মার্জিন এবং EV/EBITDA মাল্টিপলসের ওপর ভিত্তি করে বুল এবং বিয়ার উভয় ক্ষেত্রেই আদানি গ্রিন এনার্জি সলিউশনের রিটার্ন পর্যালোচনা করেছে। যেখানে বলা হয়েছে, বুল কেস অর্থাৎ কোম্পানির শক্তিশালী বৃদ্ধির ক্ষেত্রে, আদানি গ্রিন এনার্জি সলিউশনের শেয়ার বর্তমান স্তর থেকে ১৪৯ শতাংশ লাফ দিয়ে ১,৯২৩ টাকা পর্যন্ত যেতে পারে। ভেনচুরা ক্যাপিটাল অনুসারে, বিয়ার কেসে টার্গেট প্রাইস ৬৪৯ টাকা হতে পারে। অর্থাৎ, শেয়ারের দর বর্তমান স্তর থেকে ১৬ শতাংশ হ্রাস পেতে পারে।
লাইফটাইম হাই থেকে ৮২ শতাংশ নিচে রয়েছে শেয়ারের মূল্য: আদানি গ্রিন এনার্জি সলিউশনের শেয়ার বর্তমানে ৭৭২ টাকায় ট্রেড করছে। তবে, বর্তমানে এটি তার অলটাইম হাই থেকে ৮২ শতাংশ নিচে লেনদেন করছে। ২০২২ সালের ১৬ সেপ্টেম্বরে এই শেয়ারটি সর্বোচ্চ ৪,২৩৬ টাকায়ে পৌঁছেছিল। এদিকে, ২০২৩ সালের ২৩ জানুয়ারি আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের আগেও, এই শেয়ারটি ২,৭৮৪ টাকায় ট্রেড করে। তার মানে এই শেয়ার সেই স্তরের থেকে ৭২ শতাংশ নিচে লেনদেন করছে।
আরও পড়ুন: এই বছরের শেষ মিশনের জন্য প্রস্তুত ISRO! মহাকাশে হতে চলেছে ধামাকা, কবে হবে লঞ্চ?
প্রসঙ্গত উল্লেখ্য যে, হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পরে, আদানি গ্রুপের (Adani Group) সমস্ত শেয়ারে গুরুতর প্রভাব পড়ে। যদিও, সময়ের সাথে সাথে বাকি কোম্পানিগুলির শেয়ার ভালো জায়গায় পৌঁছলেও আদানি গ্রিন এনার্জি সলিউশনের শেয়ার এখনও পুনরুদ্ধার হয়নি। তবে ভেনচুরা ক্যাপিটালের রিপোর্ট অনুযায়ী এই শেয়ার আগামী দিনে বিনিয়োগকারীদের লাভবান করে তুলতে পারে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকির বিষয়। তাই, বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।)





Made in India