বাংলা হান্ট ডেস্কঃ সিবিআই (Central Bureau of Investigation) এর জিম্মায় সন্দেশখালি কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। বহু টানাপোড়েনের পর আদালতের নির্দেশে অবশেষে শাহজাহানকে রাজ্য পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ডে ওয়ান থেকেই চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর সিবিআই-র চাপে এবার বিস্ফোরক দাবি সন্দেশখালির ‘বাঘ’র।
দলের লোকেরাই ফাঁসিয়েছে! সূত্রের খবর, সম্প্রতি CBI জেরায় এমনই বিস্ফোরক দাবি করেছেন শেখ শাহজাহান। ওদিকে একদিন আগেই গোয়েন্দাদের হাতে এসেছে শাহজাহানের কল ডিটেলস। সিবিআই সূত্রে খবর, শাহজাহানের কল ডিটেলস ঘেঁটে একের পর এক বিস্ফোরক তথ্য তাদের সামনে এসেছে। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলার ঘটনার সময়, শাহজাহানের একটি ফোন থেকে ৩ টি কল করা হয়। আরেকটি ফোন থেকে প্রায় ১৮ টি ফোন কল করা হয়।
সূত্রের খবর, ঘটনার দিনই সকাল সাড়ে আটটা নাগাদ শেখ শাহজাহানকে ফোন করেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। দেড় মিনিট মতো কথা হয়। হামলার সকালেই শাহজাহানকে ফোন করার কথা স্বীকারও করে নেন তৃণমূল বিধায়কের। সিবিআই সূত্রে আরও খবর, পঞ্চায়েতের নেতা ও স্থানীয় তৃণমূল নেতাদের নম্বরও শাহজাহানের কল লিস্ট থেকে পাওয়া গিয়েছে।
এই বিষয়ে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, ‘আমি নিজেই ওকে ফোন করেছিলাম। ফোন করে বলেছিলাম, ভাই কোনও রকম মারপিট-ভাঙচুর, ইডিকে মারধর যাতে না হয়, দলের থেকে আমাকে বলছে। ও ও শুধু বলেছে, আমি তো জানি না, আমি ছিলাম না, এইটুকু বলেছে।’

আরও পড়ুন: এই প্রথম রামনবমীতে ছুটি দিলেন মুখ্যমন্ত্রী, ভোটের আগে বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন
ওদিকে হদিস নেই সন্দেশখালির ‘বেতাজ বাদশা’র দুটি মোবাইলের। তথ্য-প্রমাণ খুঁজে পেতে তদন্তকারীদের ওই দুটি ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রীতিমতো উধাও হয়ে গিয়েছে শেখ শাহজাহানের দুটি ফোন। সূত্রের খবর, ১০ দিনের হেফাজতের পরেও শেখ শাজাহানের ২ টি মোবাইল এখনও অধরা। এখনও মেলেনি সেই দুটি ফোন। তাহলে কোথায় হাওয়া হয়ে গেল দু ২টি ফোন? এবার সেসবের খোঁজ পেতেই শেখ শাহজাহানকে জেরা করবে সিবিআই।





Made in India