বাংলা হান্ট ডেস্ক : সদ্যই অনুষ্ঠিত হয়েছে টেলি অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড। আর সেই অনুষ্ঠানে মরণোত্তর কৃতী সম্মান দেওয়া হয়েছে আমাদের ফাইটার গার্ল ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma)। যে মেয়ে দু’দুবার ক্যান্সারের মত মারণ রোগকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনকে আলিঙ্গন করেছিল। তবে শেষমেশ তাঁকে হার মানতে হয়েছিল ব্রেন স্ট্রোকের কাছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোটা টেলিপাড়া একত্র হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আয়োজন করা হয়েছিল বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই মেয়ের মরণোত্তর কৃতী সম্মান গ্রহণ করেন মা শিখা শর্মা। ঐ একই মঞ্চে পুরস্কার দেওয়া হয় সব্যসাচী চৌধুরীকেও। মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার সময়ই কান্নায় ভেঙে পড়েন শিখা দেবী।
এরপরেই মিডিয়ার তরফ থেকে যোগাযোগ করা হয় শিখা দেবীর সাথে। আনন্দবাজার অনলাইনের সাথে কথা বলতে গিয়ে ভারি হয়ে আসে তার গলা। তিনি বলেন, “পুরস্কার নিয়ে একটুও ভাল লাগেনি। এটা কি বয়স মরণোত্তর সম্মান পাওয়ার বয়স আমার মেয়েটার? খুব কষ্ট হচ্ছে। এমন সম্মান তো মঞ্চে উঠে ওর ছেলেমেয়ের নিতে যাওয়ার কথা ওর বয়সকালে। সেখানে আমাদের নিতে হল। এই কষ্টটা যে কী করে কমবে, কিছুতেই বুঝতে পারছি না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতার জবাব নেই।”
আরও পড়ুন : এবার ময়দানে দেব-সৌমিতৃষা একসাথে! ছবি শেয়ার করে দিলেন বিশেষ খবর, উচ্ছ্বসিত ভক্তরা
জানা যাচ্ছে পুরস্কার নিয়ে সেই রাতেই বহরমপুর ফিরে এসেছিলেন তারা। ঐন্দ্রিলার বন্ধু তথা প্রেমিক সব্যসাচী এখনও তাদের পরিবারের একজন। তাকে সাথে নিয়েই অনুষ্ঠান দেখেছেধ তারা। এমনকি বাড়ি ফেরার পর তাদের সাথে একসঙ্গে খাওয়াদাওয়াও করছেন তিনি। এরপরেই নিজের বাড়ি ফিরে গেছেন নায়ক।
আরও পড়ুন : ‘খালি তিন তিনবার বিয়ে, আর কূটকচালি…’ বাংলা সিরিয়ালের ট্রেন্ড নিয়ে বিষ্ফোরক মমতা

উল্লেখ্য , গতবছর ২০ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা শর্মা। দীর্ঘ ১৯ দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করছ অবশেষে হার মেনে নেয় মেয়েটা। ছোট্ট মিষ্টিকে হারানোর শোক আজও ভুলতে পারেননি অভিনেত্রীর মা বাবা। এদিকে সব্যসাচীও কোনও নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়নি। তবে তিনি আবারও নতুন করে কেরিয়ারে মন দিয়েছেন। এখন তাকে দেখা যাচ্ছে স্টার জলসার ভক্তিমূলক সিরিয়াল ‘রামপ্রসাদ’এ।





Made in India