বাংলাহান্ট ডেস্ক: সিমেন্ট ক্লিংকারসহ বঙ্গোপসাগরে তলিয়ে গেল এমভি টিটু-১৯ এমভি টিটু-১৮ নামে দুটি জাহাজ। জাহাজ দুটি বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে। বুধবার দুপুরে কুতুবদিয়া চ্যানেল এর কাছে প্রবল ঝড়ে ডুবে যায় দুটি জাহাজ।

জানা যাচ্ছে, জাহাজ দুটি কুতুবদিয়া চ্যানেল এর কাছে একটি মাদার ভেসেল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। প্রবল ঝড়ে সেই সময় উত্তাল হয়ে ওঠে সমুদ্র। ঢেউ এর প্রভাবে ফেটে যায় একটি জাহাজের তলা। অপর জাহাজটির হ্যাজ ভেঙে যায়। এরপর বাংলাদেশ নৌবাহিনী জাহাজে থাকা ১২ জন নাবিককে উদ্ধার করে। এছাড়াও হেলিকপ্টারে করে চালানো হয় উদ্ধারকার্য।





Made in India