বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) ব্যর্থতা এখন অতীত। সেই ফাইনালে অস্ট্রেলিয়ার (India vs Australia) মুখোমুখি হয়ে বিশ্রী হারের সম্মুখীন হয়েছিল ভারতীয় দল (Team India)। এবার লক্ষ্য দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জয়। আর সেই লক্ষ্যে দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারেন তরুণ ওপেনার শুভমান গিল (Shubman Gill)। জুনে অজিদের বিরুদ্ধে ফাইনালে ব্যর্থ হলেও এই বছরে ব্যাট হাতে অসাধারণ ফর্মে আছেন তিনি। কিন্তু গুরুত্বপূর্ণ সেই টুর্নামেন্টের প্রস্তুতির মাঝেই ফের একবার চর্চায় উঠে এলো শুভমানের ‘লাভ লাইফ’।
এর আগে একাধিকবার শুভমান গিলের নাম জড়িয়েছে সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার এবং সইফ আলী খানের কন্যা সারা আলী খানের সাথে। কিন্তু সচিন কন্যার সাথে তার সম্পর্কের কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই। আর কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শুভমান ও সারা আলী খান একে অপরকে ব্লক করেছেন। এবার এক নতুন সুন্দরীর সাথে ডেটে যেতে দেখা গেল শুভমান গিলকে।
এবার যার নামে শুভমানের নাম জুড়ে জল্পনা হচ্ছে তার নাম নীহারিকা নাগমা মিরাজকর। ইনি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। ২৫ বছর বয়সী এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সাথে আচমকাই ডেটে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন ভারতীয় ওপেনার। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ারও করেছেন নীহারিকা।

আসলে এই গোটা ঘটনাটি একটি প্রমোশনাল ইভেন্ট ছিল। সম্প্রতি ‘স্পাইডারম্যান, অ্যাক্রস দ্য স্পাইডারভার্স’ নামের যে নতুন চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে তারই প্রমোশনের একটি অঙ্গ ছিল শুভমান এবং নীহারিকার এই সাক্ষাৎটি। এই চলচ্চিত্রে ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের হিন্দি ডাবিংয়ে ব্যবহৃত হয়েছে শুভমান গিলের গলার আওয়াজ। শুভমান ও নীহারিকা এই ভিডিওটির শ্যুটিং করেছিলেন বেশ কয়েক মাস আগে। সম্প্রতি আবার তা প্রকাশ্যে চলে এসেছে। ওই ভিডিওতে একটি গোলাপ একে অপরের হাতে তুলে দিত দেখা গিয়েছিল দুজনকে।
আপাতত শুভমান গিল ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য। এবার থেকে তিনি আর ওপেনিং করতে পারবেন না টেস্টে। রোহিত শর্মা জুটি বাঁধবেন অপর তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের সাথে। যেহেতু চেতেশ্বর পূজারা জাতীয় দল থেকে বাদ পড়েছেন, তাই শুভমন গিলকে তিন নম্বরে ব্যাটিং করতে হবে যে ব্যাপারটা তার কাছে টেস্ট ফরম্যাটে একেবারেই নতুন।
 
			 





 Made in India
 Made in India