বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার কাঁথিতে জনসভা করতে গিয়ে জ্বলে উঠলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (shubhendu adhikari)। নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের জবাব দিলেন কাঁথি জনসভায় দাঁড়িয়ে। কাঁথিতে সৌগত রায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের করা অভিযোগের পাল্টা জবাবও দিলেন ২৪ ঘন্টার মধ্যে।
মেচেদা থেকে কাঁথি বাসস্ট্যান্ড অবধি পদযাত্রা করার পর কাঁথি বাসস্ট্যান্ড দাঁড়িয়ে নিজের মূল্যবান বক্তৃতাও দেন শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়েই যোগ্য জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন মন্ত্রে উদ্বুদ্ধ করলেন কাঁথিবাসীকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই আক্রমণ করলেন তৃণমূল নেতৃত্বদের।

মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, ‘বুধবার যে মন্ত্রী এখানে এসে আমাকে বিশ্বাসঘাতক বলেছিলেন, উনি তো উপনির্বাচনে টিকিট না পেয়ে তখন তৃণমূলনেত্রীর বাড়িতে ঢিল মারতে যাচ্ছিলেন। আবার তো উনি মিনি পাকিস্তানও বলেছেন। এই মেয়রের যে কত যোগ্যতা, তা কলকাতার মানুষ আমফানের পরই বুঝতে পেরেছিলেন। ১০ দিন ধরে জল ছিল না, কারেন্ট ছিল না, ভাঙ্গা গাছ সরাতে পারেনি, শেষে ওড়িশা থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী এনে গাছ সরাতে হয়েছে’।
ফিরহাদ হাকিমকে আক্রমণ করার পর সৌগত রায়কে অধ্যাপক রায় বলে কটাক্ষ করে বলেন, ‘৯৮ সালে লোকসভা ভোটের সময়, তাঁর একদিকে দিদির ছবি ছিল আর অন্যদিকে অটলবিহারি বাজপেয়ীর ছবি ছিল। তখন উনি কংগ্রেসের পার্থী ছিলেন। উনি তখন হাজরা মোড়ে মমতা ব্যানার্জীর বিষয়ে কি বলেছিলেন মনে আছে? আমি বিদ্যাসাগরের দেশের লোক, অসব কথা মুখেও আনতে পারব না। সেই ক্যাসেটটা বাজাব এখন?’





Made in India