বাংলা হান্ট ডেস্কঃ জনতা দল সেকুলার এর নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেন, ওনার দল রাজ্যে বিজেপির সরকার ভাঙার কোন চেষ্টা করবেনা। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিধারামাইয়া কুমারস্বামীর এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। বিরোধী নেতা আর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিধারামাইয়া বলেন, সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন করা ক্ষতিকারক। এর আগে, কুমারস্বামী রবিবার বলেছিলেন রাজ্যে ইয়েদুরাপ্পার সরকার ভাঙার কোনরকম প্রয়াস তিনি অথবা ওনার দল করবেনা। আর বিরোধীদের পুনরায় নির্বাচনের মনস্কামনাও পূরণ হতে দেবেন না তিনি।

কুমারস্বামীর এই কথার পরিপেক্ষিতে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিধারামাইয়া বলেন, বিজেপি সরকারের প্রতি সমর্পণ করে জনতা দল সেকুলারের নেতা রাজ্যে সাম্প্রদায়িক শক্তি বাড়ানোর কাজ করছেন। উনি বলেন, কুমারস্বামী এর আগেও সাম্প্রদায়িক বিজেপির সাথে জোট করে সরকার বানিয়েছিল, আর এর জন্য আমি ওনার এই মন্তব্যে আশ্চর্য না। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিধারামাইয়া বলেন, আমি কর্ণাটকে ভারতীয় জনতা পার্টির সরকার ভাঙার কোন প্রতিজ্ঞা করিনি, আমি শুধু এবারের বিধানসভা উপ নির্বাচনে বিজেপিকে হারিয়ে বিজেপির সরকার ভেঙে যাওয়ার অনুমান করেছিলাম মাত্র।

উনি বলেন, যেমন ভাবে কিছুদিন আগে মহারাষ্ট্র আর হরিয়ানা বিধানসভার নির্বাচনে ভোটাররা দল বদলে ফেলা প্রার্থীদের বয়কট করেছিল। ঠিক তেমনই এবার কর্ণাটক উপ নির্বাচনেও হবে। আর আমার এই কথা সম্পূর্ণ সত্য প্রমাণিত হবে। কর্ণাটকে কংগ্রেস আর জনতা দল সেকুলারের বিধায়কেরা দলবদলের পর উপ নির্বাচনের প্রয়োজন। আর আসন্ন উপ নির্বাচনে জনতা এই দোষী বিধায়কদের শিক্ষা দেবে।
 
			 





 Made in India
 Made in India