বাংলা হান্ট ডেস্কঃ Viral Video- ‘সেলফি মেয়নে লে লি আজ” গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ঢিনচ্যাক পুজার ভিডিও আবারও ভাইরাল। পুজা ইউটিউবের মতো বিগ বসেও বেশ নাম কামিয়েছে। এবার পুজার আরও একটি গান সামনে এসেছে। আর ট্রলার্সরা চিরাচরিত ভাবে পুজাকে নিয়ে ট্রল করাও শুরু করে দিয়েছে।
https://twitter.com/really_vishal/status/1316691186094989313
ঢিনচ্যাক পুজার গান মানেই ট্রলার্সদের হাতে নতুন হাতিয়ার। যদিও ঢিনচ্যাক পুজাকে কেউ চিনতই না যদি ট্রলার্সরা তাকে নিয়ে ট্রল না করত। ঢিনচ্যাক পুজার নতুন গান শুনে আপনার কান দিয়ে ধুয়ো বের হোক আর না হোক, তবে মাথা যে খারাপ হয়ে যাবে, সেটা প্রায় কনফার্ম।
Dhinchak Pooja Releases new song.
Le public: pic.twitter.com/IIngG3X1IY— Ankit (@poddar_25) October 15, 2020
ঢিনচ্যাক পুজার নতুন গান ‘রোজ-রোজ কাম” আজকাল সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঢিনচ্যাক পুজা এই ভিডিওর মাধ্যমে মানুষের সকাল থেকে রাত পর্যন্ত করা কাজ দেখিয়েছে। তবে এই গান যে কারোর পছন্দ হয়নি সেটা আর নতুন করে বলতে হবে না। অনেকেই আবার এই গানটিকে নিজের রিক্স নিয়ে শোনার পরামর্শ দিয়েছে। আবার কেউ কেউ তো বলেছে গান শোনার আগে ইনস্যুরেন্স করে নেওয়া উচিৎ।
দেখুন ভিডিও …





Made in India