বাংলাহান্ট ডেস্ক: তৃণমূলের গড়ে আরো একজন তারকা সদস্য করোনা (corona) আক্রান্ত। দেব, রাজ চক্রবর্তীর পর মারণ ভাইরাসের শিকার হলেন সোহম চক্রবর্তী (soham chakraborty)। করোনা আক্রান্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকার করলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক।
সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন সোহম। তিনি লিখেছেন, ‘আমার ও আমার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা সবাই বাড়িতে আইসোলেশনে রয়েছি। দয়া করে সকলে সাবধানে থাকুন, মাস্ক পরুন এবং করোনা বিধি মেনে চলুন।’

বুধবারই নিজের বিধানসভা এলাকা চণ্ডীপুরে গিয়েছিলেন সোহম। সেখানকার রামকৃষ্ণ মঠ পরিদর্শন করে মহারাজদের সঙ্গে কথা বলেন তিনি। কীভাবে রামকৃষ্ণ মঠের আরো উন্নতি করা যায় সে ব্যাপারে আলোচনা করেন মহারাজদের সঙ্গে। সেখান থেকে ফেরার পর বৃহস্পতিবারই করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট পান সোহম। তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাদেরও করোনা পরীক্ষা করার আবেদন জানিয়েছেন আভিনেতা বিধায়ক।
https://www.instagram.com/p/CYYsrypBZzV/?utm_medium=copy_link
টলিউডে এখনো পর্যন্ত যারা যারা করোনা আক্রান্ত হয়েছেন সেই তালিকায় রয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, পার্নো মিত্র, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব, রুক্মিনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, মিমি চক্রবর্তীরা।
নতুন বছরের প্রথম দিনেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান সৃজিত। বৃহস্পতিবার খবর এল পরিচালকের স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও মেয়ে আইরাও করোনা আক্রান্ত হয়েছেন। সপরিবারে আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন সৃজিত।





Made in India