বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার পর্দায় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে ‘দিদি নাম্বার-১’ গেম শো। ২০১০ সাল থেকে সঞ্চালিকার দায়িত্ব পালন করে আসছেন টলিউড জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে অভিনয় জগত থেকে অনেকটাই দূরে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী। হয়ে উঠেছেন সকলের দিদি। জি বাংলার এই গেম শোতে একদিকে যেমন সাধারণ মহিলারা এসে উপস্থিত হন, ঠিক তেমনি দেখা যায় ছোট পর্দার অথবা বড় পর্দার অভিনেত্রীদের। সকলের সুখ দুঃখের কথা শোনেন রচনা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি ‘দিদি নম্বর-১’ এর মঞ্চে এসেছিলেন ছোট পর্দার এক ঝাঁক অভিনেত্রী। ছিলেন দেবলীনা কুমার, সোনালী চৌধুরী, ঋ। গেম শো-এর মাঝে মাঝেই অভিনেত্রীদের সঙ্গে কথা বলে নিচ্ছিলেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়।

প্রথমেই তিনি অভিনেত্রী ঋ-কে প্রশ্ন করেন, বিয়ে করার কি প্ল্যান? কবেই বা তিনি বসছেন বিয়ের পিড়িতে? উত্তরে অভিনেত্রী জানিয়ে দেন,’আমি বিয়েই করবো না’। এরপরেই সঞ্চালিকা বলেন,’বিয়ে করে সোনালীর মতন সুখী হও’। ঠিক তখনই আক্ষেপের সুর শোনা গেল অভিনেত্রীর গলায়। তাঁর কথায়,’বিয়ে করে আমি একদমই সুখে নেই। আমার পরামর্শ মানতে হলে বিয়ে করিস না’।
View this post on Instagram
অভিনেত্রী দেবলীনাকে সঞ্চালিকা প্রশ্ন করেন,’সাইকেল চালানো বেশি সহজ নাকি সংসার করা’? রচনার প্রশ্ন শুনে হেসে লুটোপাটি খান দেবলীনা কুমার।
এর আগেও একাধিকবার ‘দিদি নম্বর-১’ এ এসেছেন সোনালী। এমনকি স্বামী রজতকে সঙ্গে করে নিয়েও গেম খেলতে এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর সেখানেই অভিনেত্রী অভিযোগ করেছিলেন,’আমাকে বিয়ে করেছে ঠিক কথাই কিন্তু অন্য কাউকে ভালবাসে আমার বর। যদিও বিয়ের আগে আমি সেটা জানতাম না তবে দু-তিন মাস হয়েছে আমি জানতে পেরেছি’। এরপরই স্বামীর হাতে থাকা মোবাইলের দিকে ইঙ্গিত করেছিলেন অভিনেত্রী। মোবাইলকেই জীবনের প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেন সোনালী।

উল্লেখ্য, ২০১৭ সালে ফুটবলার রজত ঘোষ দস্তিদার এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী। বর্তমানে একটি সন্তানও রয়েছে তাদের। মাত্র কিছুদিন আগেই অভিনেত্রীকে দেখা যাচ্ছিল জি বাংলার ধারাবাহিকে। বোধিসত্তের বোধ করতে ধারাবাহিকে বধির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সোনালী। অন্যদিকে দেবলীনা কুমারকে দেখা যাচ্ছিল স্টার জলসার পর্দায়। ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে ধরা দিয়েছিলেন তিনি।
 
			 





 Made in India
 Made in India