বাংলাহান্ট ডেস্ক: মা হচ্ছেন সোনম কাপুর (Sonam Kapoor)। না, এবারে আর কোনো গুঞ্জনের অবসর নেই। কারণ খোদ অভিনেত্রীই সুখবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে শেয়ার করেছেন বেবি বাম্পের ছবিও। নতুন সদস্যকে পরিবারে স্বাগত জানাতে আর তর সইছে না সোনমের।
সুখবর জানাতে কয়েকটি ছবি শেয়ার করেছেন ‘নীরজা’ অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে তিনি। পরনে একটি কালো বডিস্যুট। দু হাতে স্পর্শ করে রয়েছেন বেবি বাম্প। দুজনের মুখেই উপচে পড়ছে হাসি।

ক্যাপশনে সোনম লিখেছেন, ‘চারটে হাত। তোমাকে যতটা সম্ভব ভাল করে বড় করে তোলার জন্য। দুটো হৃদয়। যারা তোমার সঙ্গে তাল মিলিয়ে একসঙ্গে কম্পিত হবে। একটা পরিবার। যা তোমাকে ভালবাসা ও সমর্থনে ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না আমরা।’ নিজের ডেলিভারির তারিখও জানিয়েছেন সোনম। চলতি বছরের শেষের দিকেই নতুন সদস্য আসছে তাঁর পরিবারে।
https://www.instagram.com/p/CbWqpeFq-T6/?utm_medium=copy_link
তারকা জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউড সেলেবরা। শুভেচ্ছা জানিয়েছেন, নেহা ধুপিয়া, করিনা কাপুর খান, ভিকি কৌশল, অংশুলা কাপুর, খুশি কাপুর, অনন্যা পাণ্ডে, একতা কাপুরের মতো তারকারা। করিনা লিখেছেন, সব বাচ্চারা একসঙ্গে খেলবে। আর অপেক্ষা করা যাচ্ছে না।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে শোনা গিয়েছিল সোনম অন্তঃসত্ত্বা। আসলে অভিনেত্রী হঠাৎ করে লন্ডন থেকে ফিরতেই শুরু হয় জল্পনা কল্পনা। বিমানবন্দরে তাঁর পরনের ওভারসাইজ জ্যাকেট সেই জল্পনার আগুনেই ঘি দেয়। কিন্তু গুঞ্জন ক্রমশ বাড়তে থাকলেও কোনো উত্তর মেলেনি সোনমের পক্ষ থেকে। ফলে মানুষ বিষয়টাকে একরকম সত্যিই ধরে নিয়েছিল।
ঠিক সেই সময়েই মুখ খুললেন অভিনেত্রী। নিজের ইনস্টা স্টোরিতে একটি বুমেরাং ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘গরম জলের বোতল ও আদা চা আমার পিরিয়ডের প্রথম দিনের জন্য।’ এই একটি ছোট্ট বার্তাতেই সোনম স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা নন। এবারে কোনো গুঞ্জন শুরুর আগে নিজেই সুখবরটা দিয়ে দিলেন সোনম।





Made in India