বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসার পর্দায় আসছে নয়া ধারাবাহিক ‘বালিঝড়’ (Balijhar)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিক রায়, তৃনা সাহা এবং ইন্দ্রাশিষ রায়কে। রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে হাজির লীনা গঙ্গোপাধ্যায়। চলতি মাসের ৬ তারিখ থেকে সন্ধ্যা ৬ টায় স্টার জলসার পর্দায় চোখ রাখলেই দেখা যাবে এই ধারাবাহিক।
বাংলা টেলিভিশনের বেশ জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা কুণ্ডু এবং তৃণা সাহা। এবার জমজমাট লড়াই হতে চলেছে এই দুই অভিনেত্রীর মধ্যে। কারণ একদিকে যখন স্টার জলসার পর্দায় দেখা যাবে তৃণা সাহাকে ঠিক তখনই জি বাংলার পর্দায় দেখা যাবে সৌমিতৃষাকে। অনেকেরই মতে, মিঠাইকে টক্কর দিতেই ওই একই টাইমে ‘বালিঝড়’- এর স্লট বুক করেছেন নির্মাতারা।

তবে তৃণা সাহার এই নয়া ধারাবাহিককে টক্কর দিতে তৈরি সৌমিতৃষা। ভক্তদের সারপ্রাইজ দিতে নয়া টুইস্ট আনছেন নির্মাতারা। খুশির খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন অভিনেত্রী। আর অভিনেত্রীর সেই পোস্ট দেখে খুশি দর্শকরা। অনেকেই মনে করছেন দর্শকদের মনোরঞ্জন দিতে ধারাবাহিকে ফিরছেন মিঠাইরানী। যদিও নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। তিনি লেখেন, ‘মিঠাই রানী হুর হুর কামিং’। এই পোস্ট দেখে আনন্দে আত্মহারা দর্শকরা। যদিও মিঠির চরিত্র যথেষ্ট পছন্দ করেছেন দর্শকরা। তবে পুরনো মিঠাই ফিরে আসুক এমনটা ইচ্ছে ছিল সকলের মনে। অবশেষে হতে চলেছে ইচ্ছে পূরণ। ফিরে আসছে মিঠাই।

দীর্ঘদিন ধরেই দর্শকদের মনে তৈরি হয়েছিল নানান রকম জল্পনা। কবে এবং কিভাবে এই ধারাবাহিকে পুরনো অভিনেত্রী মিঠাই ফিরবেন তা নিয়ে চলছিল গুঞ্জন। অবশেষে এল খুশির খবর। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানালেন অভিনেত্রী। জানা যাচ্ছে সামনেই জন্মদিন অভিনেত্রীর। আর তাঁর জন্মদিন উপলক্ষে ধারাবাহিকে ধামাকা নিয়ে আসছেন নির্মাতারা।





Made in India