বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ায় কান পাতলে এখন একটাই গুঞ্জন শোনা যাচ্ছে, বন্ধ হতে চলেছে ‘মিঠাই’ (Mithai)। জি বাংলার এই সিরিয়াল দীর্ঘদিন পর্যন্ত চ্যানেলের হাল শক্ত করে ধরে রেখেছিল। যখন অন্য সব সিরিয়ালেরই টিআরপি কম ছিল তখনো মিঠাই রানীকে নড়ানো যায়নি সেরার সিংহাসন থেকে। কিন্তু সময় আর পরিস্থিতি তো চিরকাল এক রকম থাকে না।
সেরার স্থান হারাতে হয়েছে মিঠাইকেও। বিশেষ করে বিগত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ালের হাল যথেষ্টই সঙ্গীন। কোনো রকমে সেরা পাঁচে টিকে রয়েছে মিঠাই। স্পষ্টই বোঝা যাচ্ছে, দর্শকদের একটা বড় অংশ মুখ ফিরিয়ে নিয়েছে। আর এরপরেই গুঞ্জন শুরু হয়েছে, পুজোর পরেই শেষ হয়ে যাবে মিঠাই।

রটনা শুনে অনুরাগীদের যখন রাতের ঘুম ওড়ার জোগাড় তখন অবশেষে নীরবতা ভাঙলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) স্বয়ং। গত দেড় বছরে মিঠাই নামেই তাঁর জনপ্রিয়তা বাংলার ঘরে ঘরে। গুঞ্জন কি তাঁর কানে গিয়েছে? সত্যিই কি মিঠাইয়ের শেষের দিন ঘনিয়ে এসেছে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে দর্শকদের উদ্দেশে একটা বার্তা দিয়েছেন সৌমিতৃষা। তাঁর কথায়, টপার হওয়া বা না হওয়া সবটাই ভাগ্যের ব্যাপার। তারা এতদিন বাংলা সেরা ছিলেন মানেই যে চিরকাল সেটাই থাকবেন তার তো কোনো মানে নেই। তাছাড়া বাংলা সেরা হবেন বলে সফরটা শুরুও করেননি তারা।
সৌমিতৃষা আগেও বলেছেন, তাঁদের টিমে টিআরপি নিয়ে কেউই ভাবিত নন। আগে যখন বাংলা সেরা ছিলেন তখনো ভাবেননি আর এখনো মাথা ঘামান না। দেড় বছর ধরে চলছে মিঠাই। এতদিন অনেক নতুন সিরিয়াল এসেছে, সবাই এক নম্বর হোক।

সিরিয়াল কি শেষ হয়ে যাচ্ছে? সৌমিতৃষার উত্তর, মিঠাই তো এখনো চলছে, তাই সিরিয়ালটাকে ভালবাসুন। শেষ হয়ে গেলে ঠিকই জানতে পারবেন। সঙ্গে রটনাকারীদেরও একহাত নিয়েছেন তিনি? কটাক্ষ শানিয়ে সৌমিতৃষা পালটা প্রশ্ন করেছেন, তারা কি মিঠাই বন্ধ করাচ্ছে? কারণ তাঁর কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই।
সঙ্গে মজার সুরে তিনি বলেছেন, যারা বলছেন মিঠাই বন্ধ হয়ে যাবে তারা যেন তাঁকেও জানিয়ে দেয়। কারণ তাঁকে নতুন কাজ খুঁজতে হবে। আবার জি বাংলার সঙ্গে কথাও বলতে হবে।





Made in India