বাংলাহান্ট ডেস্ক : সমস্ত জল্পনার অবসান। এবার পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। যদিও প্রথমে শোনা গেছিল জুনের মাঝামাঝি পর্যন্ত চলবে শ্যুটিং। কিন্তু তার আগেই থমকে যাচ্ছে এই সিরিয়ালের পথ চলা। ধারাবাহিকের অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) জন্মদিনের আমেজ কাটতে না কাটতেই দুঃখের খবর দিলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।
শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা। আর সেই পোস্টেই তিনি জানিয়ে দেন চলতি মাসের ৩১ তারিখ শেষ দিনের শ্যুটিং মিঠাইয়ের। প্রায় আড়াই বছরের জার্নিতে পড়তে চলেছে ইতি। আসলে বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় দেখাই যাচ্ছে না এই সিরিয়ালের নাম।

এর আগেও একবার বদলে গিয়েছিল ধারাবাহিকের স্লট। আর এবার পাকাপাকিভাবে ঝাঁপ নামতে চলেছে সিরিয়ালের। যদিও বর্তমানে ছুটিতে রয়েছেন ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা। তাহলে কি শেষ লগ্নে আর দেখা যাবে না তাঁকে। এই প্রশ্ন জেগেছিল প্রতিটি সিরিয়াল প্রেমীদের মনে। যদিও জবাব দিয়ে দিয়েছেন খোদ অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, ‘আগামী ৩০ এবং ৩১ তারিখে আমি শ্যুটিং করব’। আমাদের মিঠাইয়ের শ্যুটিং শেষ হচ্ছে চলতি মাসের ৩১ তারিখেই। আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন’।
View this post on Instagram
অভিনেত্রীর এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর ভক্তরা। কেউ লিখলেন, ‘তোমাকে ছাড়া এই ধারাবাহিক মোটেই ভালো লাগছে না। কয়েকদিন ধরে কি সব হচ্ছে’। অন্য আর একজন লিখলেন, ‘যেতে দিতে ইচ্ছে করছে না কিন্তু শুরু থাকলে শেষ তো হবেই। আজীবন তুমি মনে থেকে যাবে’।
উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথ চলা। শুরু থেকেই একটানা বেঙ্গল টপার হওয়ার রেকর্ড গড়েছে ‘মিঠাই’। পর্দার মিঠাইরানীর ধারে কাছে ঘেঁষতে সাহস করেনি কেউ। তবে এবার চিরতরে বিদায় নেওয়ার পালা। প্রিয় অভিনেত্রীকে আর দেখা যাবে না জি বাংলার পর্দায়। আর তাতেই মন ভার সিরিয়াল প্রেমীদের।
 
			 





 Made in India
 Made in India