বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রীর স্নেহের পাত্র। বিগত কিছু সময়ে তার রাজনীতিতে আসা নিয়ে কম চর্চা হয়নি। হবে নাই বা কেন, ভারতের প্রাক্তন অধিনায়ক তিনি। এখানে কথা হচ্ছে ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। তিনি রাজনীতিতে আসছেন কি না তা নিয়ে কখনই মুখ খোলেন নি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সামনেই এই নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ।
সম্প্রতি নিউজ ১৮ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে দর্শক আসন থেকে উঠে আসে সৌরভের রাজনীতি যোগের প্রসঙ্গ। উপনিবার্চনের ভোটের ফলাফলের সূত্র ধরে তার প্রশ্ন, সৌরভ গঙ্গোপাধ্যায় কি ২০২৬-এই রাজনীতিতে আসবেন? নাকি তার আগেই দেখা যাবে? প্রশ্ন শোনা মাত্রই সৌরভের কোর্টেই বল ঠেলে দেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ‘এর উত্তর তো সৌরভই দিতে পারে। ক্রিকেটে বোল্ডও হয়, আবার ব্যাটিং-বোলিংও করে। ওরাই এই কথাগুলোর উত্তর দিতে পারবে। এটাই স্বাভাবিক। আমি তো আর খেলাধুলোর জগতের লোক নই। কিন্তু আমি খেলাধুলো ভালোবাসি।”
এরপরই পাল্টা গুগলি দিয়ে সৌরভ বলেন, “আমি তো এই প্রশ্নের মানেটাই বুঝতে পারলাম না। জিজ্ঞেস করুন, আপনি কবে খেলবেন আবার? সেটা শুনতে ভালো লাগে। রাজনীতিবিদদের কাজ রাজনীতি। আমার জন্য নয়। আমার কাজ অন্য। এটাই আমার জীবনের নিয়ম।”
ফের প্রশ্ন ভেসে আসে, ‘ তাহলে কি রাজনীতিতে আসছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক?’ উত্তর না দিয়ে পারলেন না সৌরভ। তিনি বলেন, “এটা তার উত্তর দেওয়ার মঞ্চ নয়।” মুখ্যমন্ত্রীও সঙ্গে সঙ্গে বলেন, “একদম ঠিক।”

আরও পড়ুন: কদিন আগেই বেড়েছে টাকা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার বড় আপডেট দিলেন মমতা
প্রসঙ্গত, গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী হয়ে বিদেশ পাড়ি দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজনীতির পার্ট না হয়েও যখন সৌরভ মুখ্যমন্ত্রীর সাথে বিদেশ যান তখন থেকেই শুরু ‘দাদার’ রাজনীতিতে আসার জল্পনা জোড়ালো হয়।





Made in India