বাংলাহান্ট ডেস্ক : শুরু হওয়ার আগেই একের পর এক বাধার মুখে পড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক। ছবির অভিনেতা বাছাই পর্বে চলছে দীর্ঘ টালবাহানা। পর্দায় কে হবেন সৌরভ, তা নিয়ে জল্পনার অন্ত ছিল না। অবশেষে তা ঠিক হলেও এবার চরম কেলেঙ্কারির মুখে পড়ল ছবির টিম। যৌন কেলেঙ্কারির ছায়া পড়ল সৌরভের (Sourav Ganguly) বায়োপিকের উপরে। গুরুতর অভিযোগ উঠল ছবির সিনেম্যাটোগ্রাফার প্রতীক শাহের বিরুদ্ধে।
সৌরভের (Sourav Ganguly) বায়োপিক নিয়ে বিতর্ক
বলিউড ইন্ডাস্ট্রিতে বহুবার উঠেছে যৌন হেনস্থা, কাস্টিং কাউচের অভিযোগ। এবার একই অভিযোগের আঙুল উঠল সৌরভের (Sourav Ganguly) বায়োপিক টিমের সদস্যের বিরুদ্ধে। সৌরভের বায়োপিকের সিনেম্যাটোগ্রাফার প্রতীক শাহ, যিনি এর আগে ‘হোমবাউন্ড’ ছবিরও চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল।

উঠেছে গুরুতর অভিযোগ: বায়োপিকের জন্য প্রি প্রোডাকশনে লন্ডনে লোকেশন খুঁজতে গিয়েছিলেন প্রতীক। তিনি বাড়ি ফিরতেই উঠল অভিযোগের আঙুল। প্রথমেই বিষ্ফোরক অভিযোগ তোলেন পরিচালক অভিনব সিং। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি দাবি করেছেন, বহু মহিলার কাছ থেকে প্রতীকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পেয়েছেন। আরো গুরুতর বিষয় হল, প্রতীকের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়।
ছাঁটাই করা হয়েছে ছবি থেকে: চার বছর আগেও এক তরুণী চিত্রগ্রাহক গুরুতর অভিযোগ করেছিলেন প্রতীকের বিরুদ্ধে। তাঁর কাছে নগ্ন ছবি (Sourav Ganguly) চাওয়ার অভিযোগ এনেছিলেন তিনি সিনেম্যাটোগ্রাফারের বিরুদ্ধে। সে সময় অবশ্য ক্ষমা চেয়ে পার পেয়ে গিয়েছিলেন প্রতীক। তবে এবারে ফের গুরুতর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
আরো পড়ুন : ‘ভিক্ষা করে দেশ চালায়’, মাকে শেষ দেখাটুকুও দেখতে দেয়নি! ‘নির্লজ্জ’ পাকিস্তানের মুখোশ খুললেন আদনান
একাধিক মহিলা অভিযোগ এনেছেন, শাহ নাকি তাঁদের সঙ্গে ‘যৌনগন্ধী’ ফ্লার্ট করতেন। বিতর্ক মাথাচাড়া দিতেই ইনস্টাগ্রাম থেকে সরে গিয়েছেন প্রতীক। এদিকে শোনা যাচ্ছে, এইসব অভিযোগের জেরে ছবির টিম থেকেও নাকি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বারংবার বাধা, বিতর্কের জেরে সৌরভের বায়োপিকের ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।





Made in India