বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একটা করে দিন কাটছে আর এগিয়ে আসছে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। ২০১১ সালের পর প্রথম বার কোনও ওডিআই বিশ্বকাপ আয়োজন করছে বিসিসিআই (BCCI) আসন্ন এই টুর্নামেন্টকে নিয়ে তুঙ্গে রয়েছে উত্তেজনা। ওডিআই বিশ্বকাপের শেষ তিন সংস্করণে ট্রফি ঘরে তুলেছে আয়োজক দেশ। রোহিত শর্মারা কি তেমনটা করতে পারবেন?
এবার সেই নিয়ে একটু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের মাটিতে আয়োজিত হতে চলা এই বিশ্বকাপে কারা ফেভারিট সেই নিয়ে মুখ খুলেছেন তিনি। কোন চার দল আসন্ন ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বের বাঁধা টপকে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে সেটা নিয়ে মন্তব্য করেছেন তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে যেহেতু টুর্নামেন্টটি ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে তাই নিঃসন্দেহে ভারতীয় দল সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবে। নিজেদের পরিচিত পিচ ও পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে পারবেন বিরাট কোহলিরা, এমনটাই আশঙ্কা করছেন তিনি। তবে ভারতই চ্যাম্পিয়ন হবে কিনা এমন কোনও কথা তিনি সরাসরি বলেননি।

এরপর তিনি অপর দুই সেমিফাইনালিস্ট হিসাবে গত দুইবারের ওডিআই বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নাম নিয়েছেন। ইংল্যান্ড বর্তমানে সব ফরম্যাটেই এক আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলে থাকে যা প্রবলভাবে কার্যকর গত কয়েক বছরে। তার সাথে অস্ট্রেলিয়া দলে উপমহাদেশে প্রচুর ক্রিকেট খেলা অভিজ্ঞ কিছু ব্যাটারের পাশাপাশি রয়েছে ভালো মানের স্পিনার। ফলে বাকিদের ভালোই বিপাকে ফেলার ক্ষমতা রাখবে অজিরা, এমনটাই সৌরভের ধারণা।
এছাড়া বাকি একটি সেমিফাইনালিস্ট হিসাবে তিনি মনে করছেন যে লড়াই হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। দুই তারকা সমৃদ্ধ দেশ নিজেদের দিনে বিশ্বের যে কোনও দলকে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে পারে। তাদের মধ্যে যে কোনও একজন এই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে বলে সৌরভের ধারণা।





Made in India