বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল (bengali serial) ‘করুণাময়ী রাণী রাসমণি’র (karunamoyee rani rasmoni) দৌলতে ‘গদাই ঠাকুর’ ওরফে সৌরভ সাহাকেও (sourav saha) সবাই চিনতে শুরু করেছেন। অভিনয় প্রতিভার যোগ্য সম্মান পেয়েছেন তিনি।
গদাধরের ভূমিকায় অনবদ্য অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন সৌরভ। দিতিপ্রিয়ার তুলনায় সৌরভ ইন্ডাস্ট্রিতে অনেক বেশি নতুন। কিন্তু ইতিমধ্যেই তাঁর অভিনয় প্রতিভা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। রানি রাসমণি সিরিয়ালের রামকৃষ্ণের প্রশংসাতেই ব্যস্ত সকলে। সৌরভের অভিনয় শৈলীর দৌলতেই যে সিরিয়ালের জনপ্রিয়তা অনেকাংশে বেড়েছে তা স্বীকার করছেন অনেকেই।

ইতিমধ্যেই সৌরভের নামে বেশ কয়েকটি ফ্যানপেজও খোলা হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের বক্তব্য, বহুদিন পর এমন প্রাণবন্ত অভিনয় দেখা গিয়েছে বাংলা সিরিয়ালে। শ্রীরামকৃষ্ণের চরিত্রটাকে সত্যিই অনবদ্য ভাবে ফুটিয়ে তুলেছেন সৌরভ।
সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি জবি শেয়ার করেছেন সৌরভ। ছবিতে রামকৃষ্ণের ভূমিকায় ধরা দিয়েছেন তিনি। গঙ্গার পাড়ে হাত উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন তিনি, যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তাঁর পরনে পর্দার রামকৃষ্ণের মতো ধুতি ও ফতুয়া। বেশ বোঝা যাচ্ছে রাণী রাসমণির সেটেই তোলা হয়েছে ছবিটি। ক্যাপশনে সৌরভ লিখেছেন, ‘পৃথিবী আবার শান্ত হবে’।
সৌরভের এই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট বক্সে সৌরভের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা। একজন লিখেছেন, ‘আপনার অভিনয়টা অভিনয় নয়। স্বয়ং রামকৃষ্ণের আশীর্বাদ রয়েছে। মনে হয় যেন ওনাকেই দেখছি।’ আবার আরেকজন লিখেছেন, রামকৃষ্ণকে দেখার জন্যই রাণী রাসমণি দেখেন।
https://www.instagram.com/p/CPTYkdph4Lc/?utm_medium=copy_link
উল্লেখ্য, খুব শীঘ্রই সিরিয়ালে রাণী রাসমণির অধ্যায় শেষ হতে চলেছে। ইতিমধ্যেই প্রোমো সামনে এসেছে। সেখানে দেখানো হয়েছে মা ভবতারিণী রাণীকে তাঁর নিজের কাছে ডাকছেন। আর এই প্রোমো দেখেই নেটিজেনদের বক্তব্য, শেষ হওয়ার মুখে করুণাময়ী রাণী রাসমণি। প্রোমো প্রকাশ্যে আসতেই মন খারাপ অনুরাগীদের। তবে রাণীর অংশ শেষ হয়ে গেলেও রায়কৃষ্ণকে নিয়ে সিরিয়াল এগিয়ে যাবে কিনা তা জানা যায়নি।





Made in India