বাংলাহান্ট ডেস্কঃ দশম পাসদের জন্য দক্ষিন পূর্ব রেল নিয়ে এসেছে কেন্দ্রিয় সরকারি চাকুরির প্রচুর সুযোগ। অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে ১৭৮৫ জন নিয়োগ করবে ভারতীয় রেলের দক্ষিন পূর্ব শাখা। মাত্র ১০০ টাকাতেই আবেদন করতে পারবেন সাধারন শ্রেনীর নাগরিকেরা। সংরক্ষিতদের জন্য লাগবে না কোনো আবেদন মূল্য। চাকুরি প্রার্থীর বয়স হতে হবে ২৪ বছরের নীচে। আবেদন করবার শেষদিন ৩ ফেব্রুয়ারি ২০২০। খড়্গপুরের রেল ওয়ার্কশপ সহ বেশির ভাগেরই কর্মস্থল খড়্গপুরে। থাকছে রেলের বিভিন্ন সুযোগ সুবিধাও।

ভারতীয় রেল ভারত তথা বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ একটি পাব্লিক সেক্ট গুলির অন্যতম। একই সাথে ভারতীয় রেল কর্মসংস্থানের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপুর্ণ। এটি সারা বিশ্বে কর্মসংস্থানের দিক থেকে অষ্টম। ২০১৬ সালের তথ্য অনুযায়ী 1.30 মিলিয়ন ভারতীয় এই পাব্লিক সেক্টরে কাজ করে।
আবেদন করার শেষ তারিখঃ ০৩ ফেব্রুয়ারি ২০২০
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
পদঃ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস
শূন্যপদ– ১৭৮৫
শিক্ষাগত যোগ্যতাঃ দশম ও নির্দিষ্ট ট্রেডে ITI
জাতীয়তাঃ ভারতীয়
আবেদন মূল্যঃ 100( সংরক্ষিতদের জন্য কোনো আবেদন মূল্য নেই)
নির্বাচনের পদ্ধতিঃ লিখিত
ওয়েবসাইটঃ www.rrccr.com
আবেদনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কিছু তথ্যঃ
নতুন আবেদনকারীদের অবশ্যই প্রথমে রেজিস্ট্রার করে নিতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। এক্ষেত্রে আপনাকে জানাতে হবে আপনার প্রাথমিক তথ্য।
এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অন্যান্য প্রয়োজনীয় তথ্য গুলি দিন। এই তথ্যগুলি যত্ন করে কোথাও লিখে রাখুন। সংশ্লিষ্ট নথি আপলোড করুন।
ভবিষ্যতের ব্যবহারের জন্য একটি প্রিন্ট আউট রাখতে পারেন।





Made in India