বাংলাহান্ট ডেস্ক: অনেক টালবাহানার পর অবশেষে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে আমির খান (Aamir Khan) অভিনীত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। হলিউডের জনপ্রিয় ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক এটি। গত প্রায় দু বছর ধরে ছবিটির শুটিং করছেন আমির, করিনা কাপুর খান সহ অন্যান্যরা। শেষমেষ আগামী ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে আসছে লাল সিং চাড্ডা।
কিন্তু বলিউডের বর্তমানে যা পরিস্থিতি তাতে চিন্তায় পড়তে হয়েছে আমিরের মতো সুপারহিট অভিনেতাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে বলিউডের ছবি তেমন ব্যবসা করতেই পারছে না। তুলনায় অনেক এগিয়ে গিয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। হিন্দি ইন্ডাস্ট্রিতে কখন যে কোন ছবি ফ্লপ হয়ে যাবে তা কেউ ধরতেই পারবে না আগে থেকে। বড় উদাহরণ, ‘ধাকড়’।

এই পরিস্থিতিতে নিজের ছবি হিট করাতে দক্ষিণকেই অনুসরণ করছেন আমির। দক্ষিণী ছবিগুলির মতো লাল সিং চাড্ডাও প্যান ইন্ডিয়া ফিল্ম হতে চলেছে। অর্থাৎ একাধিক ভারতীয় ভাষায় মুক্তি পাবে এই ছবি। দেশের সর্বত্র যাতে ছবিটি দর্শক পায় সে জন্য দক্ষিণী তারকাদের উপরেও ভরসা রেখেছেন আমির।
এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন নাগা চৈতন্য। এবার দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবীও প্রচার করলেন লাল সিং চাড্ডার। সম্প্রতি নাগা চৈতন্য, নাগার্জুন, চিরঞ্জিবী, রাম চরণ, এস এস রাজামৌলি সুকুমারের মতো দক্ষিণের একঝাঁক তারকাদের জন্য লাল সিং চাড্ডার তেলুগু সংষ্করণের বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন আমির।

ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় আমির ও তাঁর ছবির প্রশংসা করে একটি পোস্ট করেন চিরঞ্জিবী। লাল সিং চাড্ডার একটি পোস্টার শেয়ার করে টুইটে চিরঞ্জিবী লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু আমির খানের ছবির তেলুগু সংষ্করণ সামনে আনতে পেরে খুভ গর্বিত। আমাদের তেলুগু দর্শকরা ওঁকে নিশ্চয়ই ভার্লবাসবে।’
চিরঞ্জিবীর পাশাপাশি নাগা চৈতন্যও প্রচার করেছেন ছবিটির। তাঁর বাড়িতেই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা হয়েছিল। সবাই একসঙ্গে ছবিটি দেখার সময়কার মুহূর্তের একটি ছবিও ভাইরাল হয়েছে।





Made in India