বাংলা হান্ট ডেস্কঃ ভাইফোঁটার (Bhai Phonta) দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়িতে উপস্থিত হলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সঙ্গে অবশ্যই বৈশাখী। ভাইফোঁটার দুপুরে কালীঘাটে যেন দেখা গেল সেই ছেনা ছবি। মমতা দিদির হাত থেকে কপালে চন্দনের ফোঁটা নিয়ে বাইরে বেরিয়েই দুচোখে জল শোভনের।
মমতার বাড়ি থেকে বেরিয়েই আবেগে ভাসলেন শোভন চট্টোপাধ্যায়। পাশেই দাঁড়িয়ে বান্ধবী বৈশাখী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতার প্রাক্তন মহানাগরিক বলেন, “আজ মমতাদির প্রতি শ্রদ্ধার দিন। আর মমতাদির আমার প্রতি যে ভালবাসা ও টান রয়েছে, তার কোনও বিকল্প হয় না। সেটা আমি উপলব্ধি করি।”
ভাইফোঁটায় তিনি কী উপহার পেলেন দিদির থেকে? শোভন জানান, “পরিকল্পিতভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।” বুঝিয়ে দিলেন আত্মার টানের গুরুত্বই তার কাছে অধিক।

আরও পড়ুন: বড় খবর! বহু প্রতীক্ষার পর অবশেষে ‘এই’ দিন বাড়ছে DA, বেজায় খুশি সরকারি কর্মীরা
নিজের কথায় প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি বুঝিয়ে দিলেন তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান কোথায়, তৃণমূলের প্ৰতি নিজের টানের কথাও হালকা করে বুঝিয়ে দিলেন বৈশাখী বান্ধব। প্রসঙ্গত, বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে বহু দূরে একসময়ের দাপুটে নেতা শোভন। তবে আজ যেভাবে তৃণমূল ও মুখ্যমন্ত্রীর প্ৰতি নিজের আবেগ তিনি তুলে ধরলেন তাতে ফের তৃণমূলে ফেরার জল্পনা কিছুটা চাঙ্গা হল।
এদিন শোভন বলেন, ‘বন থেকে বাঘকে সরানো যায়, বাঘের মন থেকে বন সরানো যায় না৷’ যদিও ফের সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্ন সুকৌশলে এড়িয়ে যান তিনি। ‘মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলে যা স্যাক্রিফাইস করার দরকার, তার জন্য আমি তৈরি আছি’, এক্কেবারে জোর গলায় বিরোধীদের উদ্দেশে বার্তা শোভনের।
এদিন ফোঁটা পান বৈশাখীও। মমতার বাড়ি থেকে বেরিয়ে বৈশাখী বলেন, ‘পদে থেকে দিদিমণির ভালবাসা না পাওয়ার চেয়ে , পদে না থেকে দিদিমনির ভালবাসা পাওয়া অনেক বেশি৷’ বৈশাখী আরও বলেন, ‘শোভনকে যেভাবে দিদি আগলে রাখেন, স্নেহ করেন তার সাক্ষী হয়ে থাকি এটাই আমার কাছে বিরাট বড় প্রাপ্তি।’





Made in India