বাংলাহান্ট ডেস্ক: এর আগে দু দুবার বিয়ের পিঁড়িতে বসেছেন। অনেক স্বপ্ন নিয়েই বাধাঁ পড়েছেন বিবাহবন্ধনে। কিন্তু অধরাই থেকে গিয়েছে সেসব স্বপ্ন। ভেঙে গিয়েছে তাঁর সংসার। তবে তিনি হাল ছাড়েননি। আবার ভালবেসেছেন, ঘরও বেঁধেছেন। বেশ সুখেই আছেন এখন তিনি। কথা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে। রোশন সিংয়ের সঙ্গে তাঁর বিয়েটা নিয়ে অনেকে চোখ টাটালেও থোড়াই কেয়ার করার পাত্রী তিনি! সবেমাত্র একদিন হয়েছে নতুন বছরেরে। ২০১৯কে বিদায় জানিয়ে ২০২০কে বরণ করে নিয়েছেন সকলে। বাদ যাননি শ্রাবন্তী-রোশনও। তবে তাঁদের বর্ষবরণের পদ্ধতি ছিল একটু হটকে।

https://www.instagram.com/p/B6xFGpzgJjA/?utm_source=ig_web_copy_link
লোকচক্ষুর তোয়াক্কা না করেই স্ত্রীয়ের ঠোঁটে ভালবাসার চুম্বন এঁকে দেন রোশন। এভাবেই বর্ষবরণ করেন তাঁরা। সেই মুহূর্ত ধরা থাকে রোশনের ক্যামেরায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন রোশন। তবে শ্রাবন্তী একটু লজ্জাই পেয়েছেন বোধহয়। তাই চুম্বনের ছবি না দিয়ে এক অপরকে আলিঙ্গনের ছবি শেয়ার করেছিন তিনি। অনুরাগীদের জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। বলা বাহুল্য পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিটা। এমন দিনেও অভিনেত্রীকে কথা শোনাতে ছাড়েননি অনেকেই। তাঁদের মতে, এমন ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভাল করেননি শ্রাবন্তী।
https://www.instagram.com/p/B6xRJm_Bd-s/?utm_source=ig_web_copy_link
শ্রাবন্তীর তৃতীয় বিয়ে নিয়ে নেটিজেনরা অনেকেই নানা কথা বলেছিল। তাঁকে নিয়ে, এমনকি তাঁর ছেলেকে টেনেও সমালোচনা করতে ছাড়েননি নেটিজেনরা। কিন্তু কোনওকিছুকেই কোনও পাত্তা দেননি শ্রাবন্তী। নিজের সিদ্ধান্তেই অটল থেকেছিলেন। পাশে পেয়েছিলেন নিজের সবকর্মীদের।
https://www.instagram.com/p/B6vPpfxFaWP/?utm_source=ig_web_copy_link
তবে অবশ্য শ্রাবন্তী-রোশন একা নন। একে অপরকে গভীর চুম্বন করে বর্ষবরণ করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। সেই চুম্বনের ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী।





Made in India